মিতু আক্তার, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মাদক বিরোধী অভিযানে ৪৪০ বোতল ফেন্সিডিলসহ প্রাইভেট কার জব্দ করা হয়েছে। এ সময় দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মাদক কারবারীরা হলেন, নীলফামারী সদর উপজেলার মনসাপাড়া গ্রামের মৃত ফজলু রহমানের ছেলে আরিফ ইসলাম (২৭) ও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের নূর ইসলামের ছেলে মাসুদ রানা (৩৫)।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩) দিনাজপুর ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১৩) ক্রাইমপ্রিভেনশন কোম্পানী-১ এর আভিযানিক দল গত সোমবার (৩১ জানুয়ারি) বিকেলে ফুলবাড়ীস্থ ঢাকা মোড় এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ঠাকুরগাঁও থেকে ঢাকা গামী ঢাকা-মেট্রো-গ-১১-২৭৫৮ নম্বরের একটি প্রাইভেট কার আটক করেন। পরে প্রাইভেট কার তল্লাশী চালিয়ে ৪৪০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এ সময় প্রাইভেট কার জব্দসহ উল্লেখিত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৩ এর পক্ষ থেকে বলা হয়েছে, গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারী দীর্ঘদিন থেকে ঠাকুরগাঁও সীমান্তের বিভিন্ন এলাকা থেকে ভারত থেকে চোরাপথে ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকায় নিয়ে গিয়ে সেগুলো চড়া মূল্যে বিক্রি করে আসছিল। গ্রেপ্তারকৃতদের ফুলবাড়ী থানায় সোপর্দসহ একটি মামলা দায়ের করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশ্রাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে ফুলবাড়ী থানার দায়েরকৃত মামলা নং ১২। গতকাল মঙ্গলবার গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।