সিদ্দিকুর রহমান শাহীন,ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতি
উপজেলার গজেরকুটি, বালাহাট , নাওডাঙ্গা, গোরকমন্ডপ, চরগোড়ক মন্ডপ, বালাতারী, কুরুষাফেরুষা এলাকায় দেখা গেছে, কৃষকরা অধিক লাভের আশায় শতশত বিঘা জমিতে মরিচ চাষ করেছেন। যাদের নিজস্ব জমি নেই তারাও অন্যের জমি বর্গা নিয়ে মরিচ চাষ করেছেন। উৎপাদনেও ভালো। উৎপাদনে হাসি মুখে খুশি হলেও কম দামে বিক্রি করতে বাধ্য হওয়ায় হতাশ হয়ে পড়েছেন মরিচ চাষিরা।
উপজেলার গজেরকুটি এলাকার মরিচ চাষি মজির হোসেন জানান, তিনি এ বছর পাঁচ বিঘা জমিতে মরিচের আবাদ করেছেন। প্রতি বিঘা মরিচ চাষ করতে কমপক্ষে ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হয়েছে। দাম কম থাকায় উৎপাদন খরচ উঠছে না। কৃষক মজিবর বলেন, ১০ থেকে ১৫ বছর থেকে মরিচ চাষ করে আসছেন তিনি, প্রতিবছর খরচমিটিয়ে অনেক লাভ হয় কিন্তু এবছর মরিচের দাম নেই বললেই চলে। প্রতিবছর খেতেই প্রতি মণ মরিচ বিক্রি করতেন ১ হাজার থেকে ১হাজার ৫ শত টাকা করে কিন্তু এবার বিক্রি করছেন প্রতি মণ ৬০০ থেকে ৭০০ শত টাকায়। তার কথায় এবার উৎপাদনের খরচ তো দূরের কথা লোকসান গুনতে হবে।
একই এলাকার কৃষক মনু মিয়া ও আমজাদ হোসেন জানান, তাদেও মত অনেক কৃষক যারা মরিচ চাষ করেছেন তাদেও অবস্থা বেহাল। তারা মরিচ নিয়ে স্বপ্ন দেখলেও এখন দুশ্চিন্তা ছাড়া কিছু নেই।
উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াছমিন জানান, অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যায় এবার মরিচের আবাদে তেমন রোগ বালাইয়ের আক্রমণ নেই। ফলে বাম্পার ফলন হয়েছে। উপজেলায় ৯০ হেক্টর জমিতে মরিচের চাষাবাদ হয়েছে। বর্তমানে মরিচের দাম কম বলে জানান।