শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্থগিত ভর্তি কার্যক্রম পুনরায় চালু করতে শিগগিরই সিদ্ধান্ত নিবে কর্তৃপক্ষ।
সোমবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মুশতাক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘পুনরায় ভর্তি কার্যক্রম চালুর বিষয়ে ভর্তি কমিটি শিগগিরই আলোচনায় বসবে। আলোচনায় কার্যক্রমের নতুন সময়সীমা নির্ধারণ করা হবে।’
গত ৪ জানুয়ারি থেকে ২০২০-২০২১ সেশনের প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়। ধাপে ধাপে ১১ জানুয়ারি পর্যন্ত প্রথম দফায় ভর্তি করানো হয়। কিন্তু প্রথম দফায় ভর্তির জন্য পর্যাপ্ত শিক্ষার্থী না পাওয়ায় ১৭ ও ১৮ জানুয়ারি দ্বিতীয় দফায় ভর্তি অনুষ্ঠিত হয়। এছাড়া ২৫ ও ২৬ জানুয়ারি তৃতীয় ধাপের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতির কারণে স্থগিত করে ভর্তি কমিটি।