# দুর্যোগের ক্ষতি পুষিয়ে উঠতে নিচ্ছেন বাড়তি যত্ন
# এরপরও ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষক
নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় জাওয়াদের ক্ষতি পুষিয়ে উঠতে আলুর জমিতে বাড়তি পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। আগাছা পরিষ্কার, সেচ, নিড়ানি ও আলুর ভালো ফলনের জন্য বিভিন্ন রকমের ঔষধ প্রয়োগ করছেন তারা। এ বছর আলু রোপণ মৌসুমে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রবল হানায় বৃষ্টিপাত, বৈরী আবহাওয়া এবং ঘন কুয়াশার কারণে উপজেলার কৃষিজমির আলুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই ক্ষতি পুষিয়ে উঠতে পুনরায় ঋণ করে উপজেলার বিভিন্ন স্থানের জমিতে আলু লাগিয়েছে কৃষকেরা। মাটি শুকনো না থাকায় আলু চাষে বেশ বিলম্ব হচ্ছে। প্রতি বছর ডিসেম্বর মাসের শেষ নাগাদ নিচু জমিগুলোতে আলু রোপণ করে কৃষকেরা। কিন্তু এ বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে জমি শুকাতে সময় লাগায় আরও দুই সপ্তাহ পিছিয়ে পড়ে আলু রোপণ। বিলম্বে রোপণের ফলে উৎপাদন কম হওয়ার শঙ্কায় রয়েছেন বলে জানান কৃষকরা। এছাড়াও আরও বড় শঙ্কা রয়েছে ন্যায্যমূল্য পাওয়া নিয়ে। কেননা, বিগত বছরগুলোতে দেখা গেছে, ন্যায্যমূল্য না পেয়ে অনেক আলুচাষিই সর্বস্বান্ত হয়েছেন। ফলে ঋণের বোঝা মাথায় নিয়ে চাষাবাদ থেকে বিরত থাকতে হয়েছে সেসব চাষিদের। এদিকে গত বছর আলুর দাম বেশি থাকলেও ন্যায্যমূল্য পায়নি আলু চাষিরা। যদিও আলুর দাম পরে বেড়েছে কিন্তু এতে বরং লাভবান হয়েছে আড়ৎদার ব্যবসায়ীরাই। তাই এবার একটু লাভের আশায় ও দুর্যোগের ক্ষতি পুষিয়ে উঠতে উচ্চমূল্য দিয়েই কিনতে হয়েছে বীজ আলু। সবমিলিয়ে আলুচাষিরা রয়েছে মহা দুশ্চিন্তায়। তারপরেও যদি আবহাওয়া অনুকূলে থাকে, এর সাথে সাথে শীতও দীর্ঘস্থায়ী হয় তাহলে উৎপাদন ঠিকমতো হতে পারে বলে জানান তারা। সরেজমিনে উপজেলার আউটশাহী, বলই, ভোরন্ডা, শিলিমপুর, বালিগাঁও, কাইচাইল প্রভৃতি এলাকায় ঘুরে দেখা যায়, হাতেগোনা কিছু জমিতে পরিপূর্ণ গাছ উঠে জমি সবুজ আকার ধারণ করেছে। বেশিরভাগ জমিতে সবেমাত্র ছোট ছোট গাছ গজিয়েছে। উপজেলার বলই এলাকায় দেখা যায়, আলু জমিতে পানি সেচ দেওয়া হচ্ছে। এ বিষয়ে কৃষক গিয়াসউদ্দিন ঢালীর সাথে কথা হলে তিনি জানান, “আলু রোপণে বিলম্ব হওয়ার কারণে গাছ একটু ছোট, পানি সেচ দেওয়ার পর ভিটামিন ঔষধ স্প্রে করলে গাছ দ্রুত বড় হবে এবং ফলনও ভালো হবে। রোগ-বালাই ও পোকা যাতে আক্রমণ করতে না পারে তার আগাম প্রস্তুতি হিসেবে পানি সেচ ও ঔষধ স্প্রে করা হচ্ছে।” এসময় পাশের জমিগুলোতে বেশকিছু মহিলা শ্রমিককে আগাছা পরিষ্কার করতে দেখা যায়। রংপুর, কুড়িগ্রাম জেলার এ সমস্ত শ্রমিক আলু পরিচর্যায় বেশ পারদর্শী। এছাড়া মহিলা শ্রমিকের পারিশ্রমিক কম হওয়ায় এদের দিয়ে জমি পরিচর্যায় বেশ আগ্রহী আলুচাষিরা। আলুচাষি মহিউদ্দিন ঢালী জানান, “মহিলা শ্রমিকরা কাজে ফাঁকি কম দেয় আবার তাদের পারিশ্রমিকও কম। তাই প্রায় আলুচাষিই তাদের দিয়ে জমির আগাছা পরিষ্কার করায়।” ভোরন্ডা গ্রামের আলুচাষি দ্বীন ইসলাম শিকদার জানান, “বৃষ্টির কারণে বেশ কিছুদিন বিলম্বে এবার আলু রোপণ করতে হয়েছে। সেই কারণে আলু গাছগুলো এখনো পুরোপুরি গজিয়ে উঠেনি। কিছু কিছু জায়গায় গাছ গজানো এখনো বাকি আছে। তবে আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন হবে বলে আশা করছি।” এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা জয়নুল আবেদীন তালুকদার জানান, “এ বছর উপজেলার ৯ হাজার ৯ শত হেক্টর জমিতে আলু চাষাবাদ হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় জাওয়াদের ক্ষতির কারণে ৯ হাজার ৫শ হেক্টর জমিতে আলু চাষ হচ্ছে। এ বছর আলু রোপণের দিক দিয়ে গত বছরের তুলনায় ৪শ হেক্টর জমিতে আলু চাষ কম হচ্ছে। প্রাকৃতিক বিড়ম্বনার কারণে বিলম্বে এ বছর চাষাবাদ হয়েছে। এখন আবহাওয়া অনুকূলে আছে। আবহাওয়া অনুকূলে থাকলে ফলন ভালো হবে আশা করছি।”