কি বিচিত্র সুন্দর!
সুন্দরকে আরো সুন্দর করে
নিখাদ সোনায় গড়া অলংকার।
তুমি রূপসী নও দোয়েলের শিস
আনমনে মন খুঁজে ফেরে সুর
তুমি তো হৃদয়ের সুর নূপুর নিক্কন।
শিউলি ফোটে রাতের গভীরে
পূর্ণিমায় তোমার ছায়া
স্বপ্নময় হয়ে ওঠে, আমার
দিগন্ত জুড়ে ভীষণ ইয়ারা।
তুমি পাশে পাশে চলো
অজান্তেই প্রেমের ক্ষমতা
আমাকে গ্রাস করে
বিষ্ময়ে আমি দেখেছি সাহস।