ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে ২০২১-২২ অর্থবছরে দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা ১১টায় আলাদীপুর ইউনিয়নের মেলাবাড়ী ও বেতদিঘী ইউনিয়নের চৌরাইট গ্রামে কর্মসূচির ১ম পর্যায়ের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী। এসময় বেতদিঘী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মোঃ আব্দুল কুদ্দুস, আলাদীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নাজমুস সাকির বাবুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাফিউল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মোঃ ফজলুল হক, ইউপি সদস্য নুরজাহান, মোয়াজ্জেম, অর্পন, আব্দুল আউয়াল, খাদেমুল ইসলাম, আলী আকবর, কামাল হোসেন উপস্থিত ছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাফিউল ইসলাম জানান, ৪০ দিন মেয়াদী এই প্রকল্পের আওতায় উপজেলার সাতটি ইউনিয়নের ১৭৬১ জন উপকারভোগী কাজ করছেন।