কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের শিবপুরের বড়শিলা মৌজার একটি ক্ষুদ্র সেচ প্রকল্পের অধীনে প্রায় ২০ একর জমির ইরি আবাদ অনিশ্চিত হওয়ায় বিপাকে পড়েছেন ওই ইরি স্কীমের কৃষকরা। এ বিষয়ে ওই স্কীমের দীর্ঘদিন যাবত সেচ প্রদানকারী জনৈক মো. কামরুল হাসান বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি উপজেলা সেচ কমিটি, টাঙ্গাইল সদর বরাবর বৈধ অগভীর নলকূপ স্কীমের আওতায় অবৈধভাবে স্থাপিত অগভীর নলকূপ উচ্ছেদের জন্য লিখিত আবেদন করেছেন। ওই আবেদনের প্রেক্ষিতে উপজেলা সেচ কমিটির সদস্য সচিব ও বিএডিসির সহকারী উপ-পরিচালক আশিক জামানকে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। জানা যায়, প্রায় ৩০ বছর পূর্বে বড়শিলা মৌজার জনৈক মৃত দেলোয়ার হোসেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির আওতায় প্রায় ২০ একর জমিতে কৃষি সেচের জন্য বিএডিসির অনুমোদন নিয়ে একটি অগভীর নলকূপ স্থাপন করেন। তিনি দীর্ঘদিন যাবত তার ইরিস্কীমে সুচারুরূপে সেচ প্রদান করে আসছেন। সম্প্রতি দেলোয়ার হোসেনের মৃত্যুর পর তার ছেলে মো. কামরুল হাসান বিএডিসি থেকে ক্ষুদ্র সেচ প্রকল্পের লাইসেন্স নবায়ন করে সেচ প্রকল্প চালিয়ে আসছিলেন। ইতোমধ্যে, একই গ্রামের মৃত আবু সায়েদের ছেলে মিয়া চাঁন একই মৌজায় পূর্ববর্তী স্কীমে স্থাপিত অগভীর নলকূপের ৩০ গজের মধ্যে আরেকটি নলকূপ স্থাপনকে কেন্দ্র করে ওই এলাকার প্রায় ২০ একর কৃষি জমির ইরি আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। ওই স্কীমের স্থানীয় জমির মালিক জব্বার আলী, বুলু মাতাব্বর, আমজাদ হোসেন, মোহাম্মদ আলী জানান, আমরা গত ৩০ বছর যাবত আমাদের স্কীমে কামরুলের বাবার অগভীর নলকূপের মাধ্যমে সেচ গ্রহণ করে আমাদের ইরি জমি আবাদ করছি। সম্প্রতি চাঁন মিয়া অবৈধভাবে আরেকটি অগভীর নলকূপ স্থাপন করায় কামরুল ড্রেন পরিষ্কার করতে বাঁধার সম্মুখীন হওয়ায় বীজতলা ও রোপিত ইরি ক্ষেতে সেচ কার্যক্রম পরিচালনা করতে না পারায় বীজতলা ও আবাদী ইরি ক্ষেতের মাটি শুকিয়ে ফেটে যাচ্ছে এবং এই মৌসুমে দুইপক্ষের রেষারেষিতে ওই স্কীমে ইরি আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। এ বিষয়ে উপজেলা সেচ কমিটির সদস্য সচিব ও বিএডিসির সহকারি উপ-পরিচালক আশিক জামান বলেন, বিষয়টি এখনো আমি অবগত নই। যদি আমার কাছে কোন আবেদন আসে তবে সেচ কমিটির মাধ্যমে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।