তথ্যপ্রযুক্তি ডেস্ক
কাঁচের মতো স্বচ্ছ স্মার্টফোন আনছে এইচএমডি গ্লোবালের মালিকানাধীন প্রতিষ্ঠান। মডেল নকিয়া ভিটেক। বেশ কয়েক বছর ধরেই নকিয়া নতুন এই ফোন নিয়ে আলোচনার তুঙ্গে। কাঁচের মতো স্বচ্ছ ডিজাইনে এটি তৈরি করা হচ্ছে। শিগগিরই ডিভাইসটি বাজারে আসার কথা রয়েছে। অত্যাধুনিক ডিজাইনের এই ফোনে থাকছে ১২ জিবি র্যাম। এতে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে। ব্যাকআপের জন্য থাকবে ৬৯০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি। নকিয়ার ফ্লাগশিপ এই স্মার্টফোনের ডিসপ্লে হবে ৬.৯ ইঞ্চি ওলিড। এতে ৪কে রেজুলেশন পাওয়া যাবে। মেটাল ফ্রেম ন্যারো বেজেলে ডিসপ্লে ডিজাইন করা হয়েছে। ছবি তোলার জন্য ফোনটিতে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স। সঙ্গে আছে ১৬ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড শুটার এবং ৮ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে ৬৪ মেগাপিক্সেলের ৬৪ ফ্রন্ট ক্যামেরা। ফোনটি কবে নাগাদ বাজারে আসবে সে সম্পর্কে নিশ্চিত করে কিছু জানায়নি এইচএমডি গ্লোবাল। তবে ধারণা করা হচ্ছে ২০২২ সালের মধ্যেই অনন্য এই ডিভাইস বাজারে আসবে।