নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউনিয়নের নূরপুর গ্রামের সফিকুর রহমানের স্ত্রী ফাতেমা বেগমকে (৪৫) তার সৎ ছেলে মোজ্জামেল হক, তার স্ত্রী রেখা বেগম, মোবারক হোসেন মিলে গতকাল রবিবার রাতে ঘর থেকে বাগানে নিয়ে জবাই করে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে। এসময় ফাতেমা আর্তচিৎকার করলে দুই সৎ ছেলে এলোপাতাড়ি কুপিয়ে, পিটিয়ে মৃত ভেবে তাকে ফেলে রেখে যায়। পরে আশপাশের লোকজন বিষয়টি বুঝতে পেরে তাদের বাড়ীর বাগান থেকে অজ্ঞান অবস্থায় ফাতেমা বেগমকে উদ্ধার করে প্রথমে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অবস্থা গুরুতর হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগীরা। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নূরপুর গ্রামের সফিকুর রহমানের প্রথম স্ত্রীর মৃত্যুর পর তিনি চারিজানিয়া গ্রামে দ্বিতীয় বিবাহ করেন। প্রথম স্ত্রীর সংসারে ৩ ছেলে ও ১ মেয়ে রয়েছে। দ্বিতীয় স্ত্রীর ২ মেয়ে, তাদেরকে পারিবারিকভাবে বিয়ে দেয়া হয়েছে। সফিকুর রহমান সুস্থ অবস্থায় দু’পরিবারের সন্তানদের মাঝে সম্পত্তি ভাগ করে দিয়েছেন। সম্প্রতি তিনি মোটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন। সফিকুর রহমান তার স্ত্রীকে নিয়ে আলাদা ঘরে বসবাস করেন। গত রবিবার রাতে ছেলে মোজাম্মেল হক ও মোবারক হোসেন বাবার জন্য খাবার এনেছে বলে সৎ মাকে দরজা খুলতে বলেন। সৎ মা ফাতেমা বেগম দরজা খুলে দিলে দুই সৎ ছেলে ও মোজ্জামেলের স্ত্রী মিলে তাকে টেনে হিঁচড়ে ঘর থেকে বের করে বাগানে নিয়ে সবাই মিলে জবাই করার চেষ্টা করে। এসময় ফাতেমা বেগম চিৎকার করলে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে, পিটিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়। আহত ফাতেমা বেগমের ভাই কামাল উদ্দিন বলেন, আমার বোন ও তার দু’ মেয়েকে আমার ভগ্নিপতি বসতঘর সহ ৬ শতক সম্পত্তি লিখে দেয়। এই ক্ষোভে আমার বোনের প্রবাসী সৎ ছেলে শহিদ উল্লাহ ও সৎ মেয়ে ছালেহা বেগমের নির্দেশে তার সৎ ছেলে মোজ্জাম্মেল, মোবারক ও মোজাম্মেলের স্ত্রী জোরপূর্বক ঘর থেকে উঠিয়ে নিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে। আমার বোনের অবস্থা আশঙ্কাজনক। আমরা প্রশাসনের কাছে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি। বাঙ্গড্ডা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, আমি বিষয়টি শুনেছি। বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফারুক হোসেন বলেন, বিষয়টি আপনার মাধ্যমে জেনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।