সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আউটডোর রোগীদের জন্য অপারেশন থিয়েটারের উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার বেলা ১টা ১৫ মিনিটে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় তলার পূর্বপার্শে^র অপারেশন থিয়েটার কক্ষে ফিতা ও কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাঃ রুহুল কুদ্দুস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ শেখ কুদুরত ই খুদা। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জরুরী বিভাগে মেজর অপারেশনের চাপ থাকার কারণে মাইনর অপারেশনগুলো করতে সমস্যা হয়। সে কারণে আলাদাভাবে মাইনর অপারেশনের জন্য এ অপারেশন থিয়েটার চালু করা হয়েছে। তিনি আরো বলেন, এখানে সপ্তাহে ৪ দিন অর্থাৎ শনি, সোম, মঙ্গল ও বৃহস্পতিবার মাইনর সার্জারীর জন্য অপারেশন কার্যক্রম চালু থাকবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সামেক’র সহযোগী অধ্যক্ষ কাজী আরিফ আহমেদ, ডাঃ নারায়ণ প্রসাদ সান্যাল, সামেক’র বিভাগীয় প্রধান ইউরোলজীর ডাঃ মোজাম্মেল হক, আর এস ডাঃ রাশিদুজ্জামান, সাংবাদিক ইব্রাহিম খলিল, খান নাজমুল হুসাইন প্রমুখ।