কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় শিক্ষার্থীদের চলমান করোনা প্রতিরোধী ভ্যাকসিন দেওয়ার ৫ম দিনে চরম অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা দেখা গেছে। ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের দুই ভাগে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছাত্রী, আর কমলগঞ্জ ডাকবাংলো প্রাঙ্গণে ছাত্রদের টিকা দেওয়া চলছে। কিন্ত ডাকবাংলো প্রাঙ্গণে গত দুইদিন যাবত টিকা নিতে আসা ছাত্রদের ভীড়ে রাস্তায় চলাচলের বিঘ্ন ঘটছে। তাছাড়া অনেককেই সামাজিক দূরত্ব বজায় না রেখে গাদাগাদি করে কে আগে নিবে এমন অবস্থায় লাইনে দাঁড়িয়ে ছাত্রদের চিৎকার চেঁচামেচি করতে দেখা গেছে। যদিও প্রথম দু’দিন বিএনসিসি ও স্কাউটিং এর ছাত্রছাত্রীদের শৃঙ্খলা বজায় রেখে টিকা নিতে দেখা গেছে। গতকাল শনিবার দুপুরে ভ্যাকসিন শেষ হয়ে গেছে কর্তৃপক্ষের এমন ঘোষণায় ছাত্রদেরকে ভ্যাকসিন চাই, ভ্যাকসিন চাই বলে মিছিল করতে দেখা গেছে। একপর্যায়ে ইপিআই অফিসার মোঃ আশরাফ হোসেন আজকের মধ্যে সবাই টিকা পেয়ে যাবে বললে ছাত্রদের অংশটি বাড়ি ফিরে যায়। টিকা নিতে আসা ছাত্রদের অভিভাবকগণ ক্ষোভে জানান, সকাল ৯টা থেকে ছেলেদেরকে নিয়ে লাইনে দাঁড়িয়ে এখন বেলা দুইটা বাজে, এর মাঝে কোনকিছু খাওয়া-দাওয়া নাই। আর মাত্র তিনজন লোক দিয়ে এখানে ভ্যাকসিন দেওয়া চলছে এমন অবস্থায় ছাত্রদের অনেকেই ধৈর্য্যহারা হয়ে গেছে। তাছাড়া প্রায় সকলের মুখে মাস্ক নেই। এ ব্যাপারে কোন তদারকি নেই। এমন অবস্থার মধ্য দিয়ে টিকা দেওয়া চলছে।