ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
করোনার প্রাদুর্ভাব প্রতিরোধে দিনাজপুরের ফুলবাড়ীতে সাহিত্য সাংস্কৃতিক ও নাট্য সংগঠনের উদ্যোগে শুক্রবার ও শনিবার দুইদিন ব্যাপী সচেতনতামূলক প্রচারণাসহ শ্রমজীবী ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। সকাল থেকে পৌর এলাকার বিভিন্ন স্থানে সচেতনতামূলক প্রচারণাসহ পথচারী, রিকশা-ভ্যান চালক ও দোকানীদের মাঝে মাস্ক বিতরণ করেন সংগঠনটির সদস্যরা। এসময় ফুলবাড়ী সাহিত্য সাংস্কৃতিক ও নাট্য সংগঠনের সহ-সভাপতি মো. মোজাম্মেল হক মঞ্জু, সহ-সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মো. নাজমুল হাসান রতন, প্রচার সম্পাদক মো. রুবেল, ক্রীড়া সম্পাদক বিপুল শীল, কার্যকরী সদস্য মো. আশিক, কার্যকরী সদস্য মো. হিরাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সংগঠনটির সাধারণ সম্পাদক মো. নাজমুল হাসান রতন বলেন, করোনার প্রাদুর্ভাব বাড়লেও হাট-বাজারগুলোতে মানুষের মধ্যে মাস্ক পরার প্রবণতা কমে গেছে। করোনা থেকে বাঁচতে পথচারী, রিকশা-ভ্যান চালক ও দোকানীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। একইসাথে করোনা থেকে রেহাই পাওয়ার কৌশল সম্পর্কে মাইকিং করে প্রচারণা চালানো হয়েছে। সবাইকে মাস্ক পরার আহ্বান জানাচ্ছি।