লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
লাকসামের খিলপাড়া আদর্শ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড রেজিঃ নং ০৬ তাং ১৫-০১-১৯৮১ ইং এবং সংশোধিত রেজিঃ নং ১১ তাং ০৬-০১-২০১৪ ইং প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ সেলিম লালু একজন জাতীয় শ্রেষ্ঠ সমবায় পুরষ্কারপ্রাপ্ত ও শ্রেষ্ঠ সমবায়ী। তিনি ১৯৮১ সালে খিলপাড়া আদর্শ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড গঠন করেন এবং এলাকায় সমবায় সমিতির মাধ্যমে বিভিন্নভাবে উন্নয়ন করেন এবং উন্নয়ন অব্যাহত রেখেছেন। তিনি এলাকায় স্বেচ্ছাশ্রমে গ্রাম্যরাস্তা পুনঃনির্মাণ, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নির্মাণ, গ্রামের বিরোধ নিষ্পত্তির কার্যক্রম, গরু মোটাতাজাকরণ প্রকল্প, মৎস্য চাষ, মৃত্যু পরবর্তী মানুষের দাফন করা, গরীব দুস্থ পরিবারকে বস্ত্রদানসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ অব্যাহত রেখেছেন। সমাজসেবায় মোঃ সেলিম লালু ইতিমধ্যে সমবায় মন্ত্রণালয় কর্তৃক শ্রেষ্ঠ সমবায়ী পুরস্কার এবং উপজেলায় শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলমের কাছ থেকে পুরস্কার পেয়েছেন। তিনি জানান, ১৯৮১ সালে প্রথমে ৫ জনকে নিয়ে সমবায় সমিতি লিঃ গঠন করেন। বর্তমানে সমিতির সদস্য সংখ্যা ১২৯ জন, পুরুষ ৯১ জন, মহিলা ৩৮ জন ও অপ্রাপ্ত বয়স্ক ক্ষুদে সদস্য হলো ২৭ জন এবং সমিতিতে শেয়ার মূলধন ৩ লাখ ৪১ হাজার ৫শ টাকা, সঞ্চয় আমানত জমা ১ লাখ ৫ হাজার ৫শ ৫৩ টাকা এবং ৭ শতক জমিসহ মূলধন প্রায় ৬ লাখ টাকা রয়েছে। দুই মেয়ে দুই ছেলের জনক মোঃ সেলিম লালু শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে পুরষ্কার লাভ এবং এলাকার মানুষের উন্নয়ন করতে পেরে তিনি আনন্দবোধ করেন। তিনি সকলের দোয়া কামনা করেন।