বিনোদন প্রতিবেদক
বাংলাদেশের শোবিজের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। যিনি ছোট ও বড় পর্দায় সমানে কাজ করেন। ভালো পারিশ্রমিকও পান। কিন্তু যদি বলা হয়, একটি বড় বাজেটের সিনেমায় অভিনয় করতে সেই তিশাই মাত্র এক টাকা পারিশ্রমিক নিয়েছেন, তাহলে বিষয়টি একটু অবিশ্বাস্যই বটে, তাই না? তবে অবিশ্বাস্য হলেও, ঘটনাটা একেবারেই সত্যি। বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে একটি সিনেমা বানাচ্ছেন ভারতের বিখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল। নাম ‘বঙ্গবন্ধু’। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় বড় বাজেটের এই সিনেমার কাজ চলছে গত বছর থেকে। যা একেবারেই শেষের পথে। এই সিনেমাতে বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা মুজিব রেনুর বড় বেলার চরিত্রে দেখা যাবে তিশাকে। গত বছরের এপ্রিলে অভিনেত্রী এই সিনেমায় থাকা তার অংশের শুটিং শেষ করেছেন। এই ‘বঙ্গবন্ধু’ বায়োপিকে অভিনয়ের জন্যই তিনি মাত্র এক টাকা পারিশ্রমিক নিয়েছেন। এত দিন পর গণমাধ্যমে সে কথা ফাঁস করেছেন তিশা নিজেই। কিন্তু এত বড় বাজেটের একটি সিনেমায় অভিনয়ের জন্য মাত্র এক টাকা পারিশ্রমিক কেন নিলেন অভিনেত্রী? তিশার কথায়, ‘পারিশ্রমিক নেওয়ার ব্যাপারটা একেবারে আমার ব্যক্তিগত ইস্যু ছিল। এখানে ভালোবাসা ও আবেগটা বেশি কাজ করেছে। আমাদের দেশের জন্মের ইতিহাস নিয়ে একটা চলচ্চিত্র হচ্ছে, যেখানে আমি বেগম মুজিবের চরিত্রে অভিনয় করেছি। এমন একটি কাজের জন্য পারিশ্রমিক নেওয়ার কথা তো ভাবতেই পারি না। এই চরিত্রের জন্য কোনো অ্যামাউন্টই কিছু নয়। তাই শুধু শিল্পী হিসেবে মাত্র এক টাকা পারিশ্রমিক নিয়েছি।’ এই সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করছেন চিত্রনায়ক আরেফিন শুভ। তিনিও এই চরিত্রটিতে অভিনয়ের জন্য মাত্র এক টাকা পারিশ্রমিক নিয়েছেন বলে গত জুনের শুরুর দিকে জানান অভিনেতা। বলেছিলেন, ‘বঙ্গবন্ধু তার জীবনের ১১ বছরের বেশি সময় কারাগারে কাটিয়েছেন। এই মানুষটার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য স্যাক্রিফাইস (আত্মত্যাগ)। জীবদ্দশায় মানুষ ও দেশের জন্য তিনি কেবল ত্যাগই করে গেছেন।’ শুভ আরও বলেছিলেন, ‘বঙ্গবন্ধুর সাহস ও স্যাক্রিফাইসের কাছে আমার এই স্যাক্রিফাইস কিছুই না। এই সামান্য স্যাক্রিফাইসের মাধ্যমে তার চরিত্রের গভীরতা কিছুটা হলেও উপলব্ধি করতে পারব। সেই ভাবনা থেকেই পরিচালককে বলেছিলাম, প্রাপ্য যা-ই হোক, আমি নেব না। এও বলেছিলাম, যেহেতু আমার রক্ত, ঘাম সবই এই সিনেমায় থাকবে, পরিশ্রম করব, তাই ফ্রি কাজ করব না। আমি এক টাকা নেব, নিয়েছিও।’ এবার এক টাকা পারিশ্রমিক নিয়ে সহ-অভিনেতা শুভর পথে হাঁটলেন তিশাও। গত ৬ জানুয়ারি এই অভিনেত্রী কন্যাসন্তানের মা হয়েছেন। বাবা হয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তারকা দম্পতি তাদের মেয়ের নাম রেখেছেন ইলহাম ইমরোজ ফারুকী। ২০১০ সালে ভালোবেসে সংসার পেতেছিলেন তিশা-ফারুকী। বিয়ের ১১ বছর পর তারা সন্তানের অভিভাবক হলেন।