নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজে ১২ বছর থেকে অনুর্ধ্ব ১৮ বছরের বয়সী শিক্ষার্থীদের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে ফাইজারের টিকা প্রদানের কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টায় মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ প্রাঙ্গণে এ টিকা প্রদান করা হয়। এসময় দেখা যায়, শিক্ষার্থীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা প্রদান করেন। রোভার স্কাউটস, বিএনসিসি ও রেড ক্রিসেন্টসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন দায়িত্ব পালন করেন। এসময় উপস্থিত ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ আঃ হাই তালুকদার, উপাধ্যক্ষ প্রফেসর খান রফিকুল ইসলাম, শিক্ষা পরিষদের সম্পাদক ফারুক মিয়া, সহযোগী অধ্যাপক খোন্দকার সাদেকুর রহমান, সহযোগী অধ্যাপক মাহবুব আলম, সহযোগী অধ্যাপক মোঃ আরিফুর রহমানসহ শিক্ষকবৃন্দ।
সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল হাই তালুকদার বলেন, মুন্সীগঞ্জ জেলা একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে ১২ হাজারের অধিক ছাত্র-ছাত্রী রয়েছে। সরকারের নীতিমালা অনুযায়ী, জানুয়ারি মাসে ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদেরকে ফাইজার টিকা নেওয়ার ব্যবস্থা করেছে সরকার। তারই অংশ হিসেবে আমাদের সরকারি হরগঙ্গা কলেজের ছাত্র-ছাত্রীদের আমরা আহ্বান জানাই। আহ্বানে সাড়া দিয়ে গতকাল বুধবার আমাদের সরকারি হরগঙ্গা কলেজের ১৮৩৬ জন, রামপাল কলেজের ১৯৫ জন, মুন্সীগঞ্জ ডিগ্রি কলেজের ১৮০জনসহ মোট ২২১১ জনের টিকা দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকাল ৯টা থেকে এ কার্যকর্ম শুরু হয়। যতক্ষণ পর্যন্ত ছাত্র-ছাত্রী থাকবে ততক্ষণ পর্যন্ত টিকা দেওয়া হবে। তিনি আরও বলেন, আমার কাছে মনে হয়েছে ছাত্র-ছাত্রীরা অনেক আগ্রহ নিয়ে টিকা গ্রহণ করছে। সারা বাংলাদেশ ও সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
মুন্সীগঞ্জ সিভিল সার্জন মোঃ মঞ্জুরুল আলম বলেন, আজ (গতকাল বুধবার) মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজে ৯৩৬ জনের ফাইজার টিকা দেওয়া হয়েছে। সরকারি হরগঙ্গা কলেজ ও প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে ২টি কেন্দ্রের মাধ্যমে মুন্সীগঞ্জ সদর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ১২ বছর থেকে অনুর্ধ্ব ১৮ বছরের বয়সী শিক্ষার্থীদের আগামী ১৫ তারিখের মধ্যে শতভাগ ফাইজার টিকা দেওয়া হবে।