নিজস্ব প্রতিবেদক
“মুজিববর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা” – এ প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টায় উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা তানজিন অন্তরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জগলুল হালদার ভূতু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাহিদ খান। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নিগার সুলতানা, সমাজসেবা কর্মকর্তা জসিম উদ্দিন, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খালেদা পারভীন, যুব উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান, তথ্য আপা সোনিয়া আক্তার, সাংবাদিক মাসুম প্রমুখ। সভা শেষে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ৫ হাজার টাকার পাঁচটি চেক ও ২০টি কম্বল বিতরণ করা হয়।