কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার চরে মাসকলাই চাষ করে
এ বছরও ব্যাপক সাফল্য পেয়েছেন চাষীরা। ফলন ভালো হওয়ায় কাটা-মাড়াই
শেষে ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন তারা। কম খরচ ও অল্প পরিশ্রমে ডাল জাতীয় এ অর্থকারী ফসল চাষ করে আর্থিক সচ্ছলতা ফিরেছে দরিদ্র চরবাসীর। জানা গেছে, কুষ্টিয়ায় চলতি মৌসুমে ৩ হাজার ২৫৬ হেক্টর জমিতে মাসকলাই চাষ হয়েছে। এরমধ্যে পদ্মা নদী বিধৌত দৌলতপুরের ২ হাজার ৪২৩ হেক্টর জমিতে চাষ হয়েছে। বিঘা প্রতি খরচ হয়েছে মাত্র দেড় থেকে দুই হাজার টাকা। ফলন হচ্ছে ২-৩ মন হারে। বিনা পরিশ্রমে মাত্র দুই মাসের ব্যবধানে খরচ বাদ দিয়ে ৩ হাজার টাকা মন দরে বিক্রয় করে চাষীদের লাভ হচ্ছে বিঘা প্রতি ৭ হাজার থেকে ৮ হাজার টাকা । যা স্বপ্লকালীন অন্যান্য ফসলের চেয়ে বেশি । দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ গ্রামের মাসকলাই চাষী আব্দুল জাব্বার জানান, এবছর তিনি পদ্মার চরে ৫বিঘা জমিতে মাসকলাই চাষ করেছিলেন । খরচ হয়েছিল মাত্র ৭ হাজার টাকার মত।