টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের সখিপুর উপজেলার সাবেক আবাসিক প্রকৌশলী, বিউবো, সখিপুর ও বিদ্যুৎ বিভাগের জনৈক ঠিকাদার বিদ্যুৎ আইনের একটি ষড়যন্ত্র মামলায় দীর্ঘদিন যাবত হয়রানির শিকার হয়ে আসছেন বলে অভিযোগ ওঠেছে। জানা যায়, সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাজাহান সাজু জনস্বার্থে সখিপুর বিদ্যুৎ সরবরাহের আওতায় বিদ্যুত লাইন স্থাপন ও বিদ্যুত সরবরাহ করার জন্য নির্বাহী প্রকৌশলী, বিতরণ বিভাগ টাঙ্গাইল, বিউবো, টাঙ্গাইল এর নিকট গত ৫ ফেব্রুয়ারি ২০০৫ একটি আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে বি, বি, টা -১ বিতরণ বিভাগ ২০০৫ – ২০০৬ অর্থ বছরে সখিপুরের আন্দি হতে বাঘেরবাড়ী পর্যন্ত রাজস্ব খাতে লাইন সংরক্ষণ ও মেরামতসহ বিভিন্ন গভীর নলকুপ, দোকান, প্রতিষ্ঠান ক্ষুদ্র শিল্পে বিদ্যুৎ সংযোগ কাজের একটি প্রকল্প তৈরি করেন। পরবর্তীতে বিউবো ওই কাজের জন্য দরপত্র আহবান করলে ১৮/০৯/২০০৫ দরপত্রে সর্বনিম্ন দরপত্র দাতা হিসাবে মের্সাস আঃ রশিদ ইছাপুরী গ্রাম ও পোস্টঃ ইছাপুর, থানাঃ কালিহাতী, জেলাঃ টাঙ্গাইলকে সখিপরের আন্দি হতে বাঘেরবাড়ী,মহান্দপুর রোড, বংকী হতে প্রশিকা অফিস, শ্রীপুর হতে হামিদপুর, ইন্দ্রাজানী, খুইঙ্গারচালা, গড়বাড়ী গোবরচাকা ও আশপাশের এলাকার ১১কেভি, ১১/০৪ কেভি লাইন সংরক্ষণ ও মেরামতসহ বিভিন্ন নলকূপ, দোকান, প্রতিষ্ঠান, ক্ষুদ্র শিল্পে বিদ্যুৎ সংযোগ কাজের কার্যাদেশ প্রদান করা হয়। কার্যাদেশ পাওয়ার পর মেসার্স আঃ রশিদ ইছাপুরীর পক্ষে জনৈক ইদ্রিস আলী উক্ত কাজটি সুচারুরূপে সম্পন্ন করলে ১০/০২/২০০৭ ইং তারিখে সিডিউল মোতাবেক সন্তোষজনকভাবে কাজ সম্পন্ন হয়েছে বলে আবাসিক প্রকৌশলী, সখিপুর বিদ্যুৎ সরবরাহ, সহকারী প্রকৌশলী, বিতরণ বিভাগ ও নির্বাহী প্রকৌশলী, বিতরণ বিভাগ, বিউবো, টাঙ্গাইল, কার্য্যসমাপনী রিপোর্ট প্রদান করে যৌথ স্বাক্ষর করেন। দীর্ঘদিন পর গত ০৩/০১/২০১১ ইং তারিখে টাঙ্গাইলের একটি ভ্রাম্যমাণ আদালত ওই এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ বিদ্যুৎ লাইনের মালামাল উদ্ধার ও জব্দ করেন। ওই মালামাল উদ্ধার ও জব্দের প্রেক্ষিতে জনৈক মোঃ খালেক মাস্টার ও কিসমত মাস্টারসহ ২ জনকে আসামী করে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, বিদ্যুৎ আদালতে মোঃ রফিকুল ইসলাম সহকারি প্রকৌশলী, বিতরণ বিভাগ, বিউবো, টাঙ্গাইল একটি মামলা দায়ের করেন। আদালতের আদেশে সখিপুর থানায় একটি জি, আর, মামলা রুজু হয়। যার ধারা, বিদ্যুৎ আইন ১৯৯০( সংশোধিত /০৬) এর ৩৯- ক /৪২/৪৮ , সখিপুর থানা মামলা নম্বর /৩৭/১১ তারিখঃ ১৩/০৭/২০১১ ইং । পরবর্তীতে ওই মামলার তদন্তভার দেয়া হয় ডি, বি, টাঙ্গাইলকে। ডি, বি, টাঙ্গাইলের এস, আই, আইয়ুব আলী ০৪/০৮/২০১১ ইং তারিখে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, বিদ্যুৎ আদালতে মের্সাস আঃ রশিদ ইছাপুরীর পক্ষে জনৈক ইদ্রিস আলী ও সখিপুর বিদ্যুৎ অফিসের আবাসিক প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী জামাত আলীর নাম যুক্তকরে ওই মামলায় দন্ডবিধি, ৪০৯ ও দূর্নীতি প্রতিরোধ আইন /১৯০৭ এর; ৫(২) ধারা সংযোজন করার জন্য প্রভাবশালীদের দ্বারা প্রভাবিত হয়ে অনৈতিক সুবিধা নিয়ে একটি আবেদন করেন বলে মামলার ভুক্তভোগীরা জানিয়েছেন। ডি,বি’র এস, আই আইয়ুব আলীর ওই আবেদনে বাঘেরবাড়ী হয়ে মরিচা পর্যন্ত বিদ্যুত লাইনের কথা বলা হলেও প্রকৃতপক্ষে ওই সময়ে তা বিদ্যমান না থাকায়, তার ওই আবেদন অসত্য বলে আদালতে প্রতিয়মান হয়েছে। একটি সূত্র জানায়, মের্সাস আঃ রশিদ ইছাপুরী ঠিকাদারি প্রতিষ্ঠান সুচারুরূপে কাজটি সম্পন্ন করার পর যে সকল এলাকায় বিদ্যুত সরবরাহের বাইরে ছিল ওই সব এলাকায় স্থানীয় সংসদ সদস্যের নিকটাত্মীয় পরিচয় দিয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জনৈক আব্দুল হাই ও ফেরদৌস নামের ব্যক্তিদ্বয় অবৈধ বিদ্যুত লাইন স্থাপন ও সংযোগ প্রদান করেন। আর ওইসব অবৈধ বিদ্যুত লাইন স্থাপন ও সংযোগসমূহের মালামাল গুলিই ভ্রাম্যমান আদালত জব্দ করে ছিল এবং যাদের কাছ থেকে ওই মালামাল উদ্ধার করা হয়েছিল তাদের নামে মামলা হয়েছিল। ডি, বি ‘র এস, আই, আইয়ুব আলীর মনগড়া প্রতিবেদনে নিরীহ ঠিকাদার ইদ্রিস আলী ও আবাসিক প্রকৌশলী জামাত আলী দীর্ঘদিন যাবত ষড়যন্ত্রমূলক মামলায় হয়রানির শিকার হয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছেন বলে তারা জানিয়েছেন। ওই মামলাটি বর্তমানে দূর্নীতি দমন কমিশন টাঙ্গাইলে তদন্তাধীন আছে। ঠিকাদার ইদ্রিস আলী ও সখিপুর বিদ্যুৎ বিভাগের সাবেক আবাসিক প্রকৌশলী জামাত আলী আশা করছেন দূর্নীতি দমন কমিশন টাঙ্গাইল সুষ্ঠু তদন্ত করবেন এবং সুষ্ঠু তদন্ত হলে তারা নিরপরাধ হিসাবে বিবেচিত হয়ে ন্যায় বিচার পাবেন।