উত্তরাঞ্চল প্রতিনিধি
হিমালয়ের ধেঁয়ে আসা হিম বায়ুও কুপোকাত হয়েছে ইউপি নির্বাচনে অংশ নেয়া প্রার্থী সমর্থকদের কাছে। পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে পার্বতীপুরের বেলাইচন্ডি ইউনিয়নে সরেজমিন ঘুরে এমনটিই পরিলক্ষিত হয়েছে। লেপের ভেতরের ওম যেন আটকাতেই পারছে না প্রার্থী সমর্থকদের। কাক পাখি চোখ মেলার আগেই প্রার্থীরা ভোটারদের কাছে টানতে বিছানা ছাড়ছেন আর বিছানায় গাঁ এলাচ্ছেন নিঝুম রাতে। বেলা দুইটার পর প্রার্থীরা অটো ভ্যানে করে মাইক বেধে প্রচারণার চালাচ্ছেন। ভোটারদের আকৃষ্ট করতে সূর তোলা হচ্ছে নতুন নতুন গানে। প্রচার গাড়ি থেকে টাকার ন্যায় হ্যান্ডবিল ছোড়া হচ্ছে। এসব হ্যান্ডবিল কুড়াতে ব্যস্ত সময় পার করছে শিশু-কিশোররা। বেলা পশ্চিমাকাশে গড়িয়ে পড়তেই গ্রামের হাট বাজারে পথসভা শুরু হচ্ছে। প্রার্থীদের এমন কর্মসূচিতে ঠাসা থাকছে সাধারণ ভোটাররা। হাট ও গ্রামের মোড়ে মোড়ে গড়ে ওঠা ছোট বাজারে চায়ের দোকানগুলোতে বেচাকেনাও বেড়েছে। পান দোকানিরাও সমানতালে ব্যবসা করছে। চায়ের ধোঁয়ার সঙ্গে উথলে পড়ছে আলোচনার ঝড়। চলছে প্রার্থীদের গুণ বিচারের আলোচনা সমালোচনা। চায়ের টেবিলের আড্ডায় প্রার্থীদের হাঁড়ির খবর উঠে আসছে। এদিকে পছন্দ ও অপছন্দের কথায় আঁড়ি পাতছে পথচারিরাও। তবে কোন ভোটারই প্রার্থীদের চূড়ান্ত কথা বলছেন না। মত-দ্বিমতের শেষ হবে ভোটের দু’দিন আগে। আসছে নতুন ইংরেজি বছরের ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউপি নির্বাচন হবে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ইউনিয়নগুলোতে। পার্বতীপুরের ১নং বেলাইচন্ডি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ৫ জন। নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন সাবেক চেয়ারম্যান কৃষিবিদ নূর মোহাম্মদ রাজা। জাতীয় পার্টির সমর্থনে লাঙ্গল মার্কার প্রার্থী হয়েছেন আসাদুজ্জামান জামান। স্বতন্ত্র প্রার্থী হয়ে চশমা প্রতীক নিয়ে নির্বাচন করছেন সাধারণ ভোটারদের সমর্থিত প্রার্থী জাহেদুল ইসলাম জাহিদ। বর্তমান চেয়ারম্যান এ,আইএম হাছিবুর রশীদ রুম্মান এবারেও প্রার্থীহয়েছেন। তার মার্কা মোটর সাইকেল। ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত হাতপাখা প্রতীকে প্রার্থী হয়েছেন মামুনুর রশিদ। তবে আলোচনার শীর্ষে অবস্থান করছে আমজনতার চশমা মার্কার প্রার্থী জাহিদুলের নাম। ক্লিন ইমেজ, সৎ, প্রতিবাদী ও দানবীর হিসেবে ইতোমধ্যে খ্যাতি কুড়িয়েছেন তিনি। কথা হয় ওই ইউনিয়নের ভোটার আলেয়া বেগম, মনিজা, নিলুফা, এনামুল, আব্দুল মজিদ, জাহাঙ্গীর, সাত্তার ও মকবুলের সঙ্গে। তারা জানান, চশমা মার্কার প্রার্থী জাহেদুল ইসলাম জাহিদ একজন সৎ, সুযোগ্য ও অতিথি পরায়ন মানুষ। তার বাড়ির দরজা সাধারণের জন্য থাকে সবসময় খোলা। তাকে বাড়িতে পাওয়া না গেলে তার স্ত্রীর সুধাময় ব্যবহারে মন জুড়ে যায়। সময় অসময়ে ডাকলেই সাড়া দেন জাহিদুল। মানুষের আপদে-বিপদে ছুটে যান। সমাজের গরীব-দুঃখী মানুষরা যে কোন সঙ্কটে হাত পাতলে খালি হাতে তার বাড়ি থেকে ফিরেন না। সমাজের যে কোন পেশার মানুষ সহজেই জাহিদুলের সঙ্গে কথা বলতে পারে। অসহায় মানুষরা তার সঙ্গে কথা বলতে পারেন বেশ প্রাণ খুলে। সবমিলে তাকে সব সময় হাতের কাছেই পাওয়া যায়। অথচ বর্তমান চেয়ারম্যান রুম্মানকে খুব জরুরি প্রয়োজনে শতবার মোবাইল করা হলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেন না। তার বাড়ির প্রধান ফটক পাড় হতে চাইলেও অঘোষিত নিষেধাজ্ঞা মিলে। তার আগের চেয়ারম্যান নূর মোহাম্মদ রাজা নানা কারণেই বিতর্কিত। তার ব্যক্তি আচরণ সাধারণ মানুষদের জন্য স্বস্তিদায়ক নয়। জাপার প্রার্থী আসাদুজ্জামান জামান ইউনিয়নের তেমন পরিচিত মুখ নয়। এ প্রার্থী সম্পর্কে ভোটারদের নেই কোন ধারণা। হাতপাখা মার্কার প্রার্থী ধর্মানুরাগী হলেও তাদের নীতি আদর্শে ডিজিটাল যুগের ছোঁয়া নেই। সেই হিসেবে চশমা মার্কার প্রার্থী তুলনামূলক অন্য চেয়ারম্যান প্রার্থীদের চেয়ে যোগ্য এবং সততার দৃষ্টান্ত। এমন ব্যক্তি চেয়ারম্যান নির্বাচিত হলে তার হাতে জনগণের আমানত রাখা যেতে পারে। খেয়ানত হওয়ার মতো চরিত্র তার আছে বলে আপাতত সাধারণ ভোটাররা মনে করছেন না। সবমিলে যোগ্য ও নিষ্ঠার ব্যারোমিটারে শীর্ষে আছে চেয়ারম্যান প্রার্থী জাহেদুল।