রাজশাহী প্রতিনিধি
আমের মুকুল আসার আগে আমের ফলন বৃদ্ধির জন্য আমগাছে স্প্রে করা হচ্ছে হরমোন ও এন্টিক জাতীয় বিষ। এগুলো এতটাই বিষাক্ত যে, এতে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিসহ গাছ ও মরে যেতে পারে। রাজশাহীর এক আম বাগানে এমন চিত্র দেখতে পাওয়া যায়। বাংলাদেশের সকল জেলার মধ্যে রাজশাহীর আম সবচেয়ে বেশি জনপ্রিয়। অনেকেই ফ্রেশ এবং কেমিক্যালমুক্ত আম খেতে সুদূর রাজশাহী আম বাগানে চলেযান কিন্তু তারা জানেন না যে, এই আম স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকারক।