মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে ভয়াবহ অগ্নিকান্ডে একটি গোডাউনসহ ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের পুরানবাজারের করাচিবিড়ি রোড এলাকায় এ আগুন লাগে। ফায়ার সার্ভিস জানায়, রাতে করাচিবিড়ি রোডের একটি দোকানে বিদ্যুতের শর্টসার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের দুটি ও শরিয়তপুুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আল আমিন বেডিং স্টোর, আবদুর সাত্তার আকনের বেডিং স্টোর, সৈয়দ আশরাফের ব্যাটারির দোকান, সেরজন হাওলাদারের গোডাউন, শহীদ খলিফার দুটি বেডিং স্টোর পুড়ে গেছে। মাদারীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোফাজ্জেল হোসেন জানান, তিনটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।