হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের হরিনাকুন্ডুতে পাখিভ্যান ইজিবাইকে মুখোমুখি সংঘর্ষে আবারও গুরুত্বর আহত এক কিশোর। থামছে না সড়কে দূর্ঘটনা । মঙ্গলবার সকাল ১১ টার সময় উপজেলার শিতলী গ্রাম নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। আহত ব্যক্তি হলেন, কুষ্টিয়া জেলার ইবি থানার কুনিদ্দিয়া গ্রামের মোঃ ঝন্টু মিয়ার ছেলে সোয়াইব (১০)। এলাকাবাসী ঘটনাস্থল থেকে কিশোরকে উদ্ধার করে প্রথমে হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞান অবস্থায় নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দেয়ার পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। জানা যায়, হরিনাকুন্ডু থেকে একটি পাখিভ্যানে করে যাচ্ছিলেন সোয়াইব নানার বাড়ির উদ্দেশ্যে, অপরদিক থেকে আসা একটি ইজিবাইক ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ব্যাটারী চালিত একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ব্যাটারী চালিত পাখিভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পাশে ছিটকে পড়ে যায়। সে সময় পাখিভ্যানে থাকা সোয়াইব গুরুতর আহত হন। আহত ব্যক্তি যখন হাসপাতালে আছে তখন সে অজ্ঞান অবস্থায় ছিলো। অতিরিক্ত রক্ত শুন্যতা এবং গুরুতর আঘাতজনিত কারণে রুগীকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়াতে রেফার্ড করা হয় বলে জানান, হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইমার্জেন্সী মেডিকেল অফিসার ডাঃ মোঃ সাজেদুর রহমান। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা জানান, ঘটনাটি দুঃখজনক। আমাদের এব্যাপারে প্রতিনিয়তই মোবাইল কোর্টসহ নানা ধরণের কর্মকান্ড চলমান আছে। দূর্ঘটনা এড়াতে ইজিবাইক,পাখিভ্যান, আলমসাধু বাস ট্রাকসহ সকল যানবাহনের মালিক সমিতির প্রতিনিধিদের নির্দেশনা দেয়া হবে।