সিলেট প্রতিনিধি
২০১৩ সালের পর সিলেটে শীতের তাপমাত্রা আর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসেনি। ওই বছরের ১০ জানুয়ারি সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সিলেটে এবার ডিসেম্বর মাসে শীতের তেমন কোন তীব্রতা থাকবে না। তবে জানুয়ারির মাঝামাঝি সময় সিলেটে শীতের তীব্রতা বাড়বে। সেই সাথে দেখা দিতে পারে শৈত প্রবাহ এমনটি জানিয়েছে সিলেট আবহাওয়াবিদ সাঈদ আহমদ। তিনি জানান, ডিসেম্বরে সিলেটে শীতের তেমন তীব্রতা থাকবে না। তবে জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে সিলেটে শীতের তীব্রতা বৃদ্ধি পাবে। সেই সাথে দেখা দিতে পারে শৈত্যপ্রবাহ। তিনি বলেন, ২০১৩ সালের ১০ জানুয়ারি সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এরপর থেকে সিলেটে আর তাপমাত্রা কমেনি। তবে মাঝে মধ্যে শীতের প্রবাহটা একটু আধটু বেড়েছিলো। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা সিলেটের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগর এলাকায় লঘুচাপটি অবস্থান করছে।