মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
লাকসামের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ১১ ইউনিয়ন নিয়ে নবগঠিত মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের লৎসর মিঞা বাড়ি দু’শ বছর আগের পুরানো দৃষ্টিনন্দন শাহী জামে মসজিদ। ঐতিহ্য ও স্মৃতি সকলের সামনে দৃশ্যমান। ভূমি রেকর্ডপত্র অনুযায়ী দেখা যায় তৎকালীন জমিদার শেখ জয়নুদ্দিন মিঞা ১৭৭০ সালে (১১৮০ বঙ্গাব্দে) প্রাচ্যের কারুকার্য খচিত এই মসজিদটি নির্মাণ করে। জানা যায়, নির্মাণ কাজ শেষ হওয়ার পর পরই জয়নুদ্দিন মিঞা মারা যান। এর ফলে সু-বিশাল জমিদারিসহ মসজিদটির তদারকির ভার ন্যস্ত হয় তার ছেলে আজিজ উল্লাহ মিঞার ওপর। কিন্তু মাত্র ৪০ বছর বয়সে আজিজ উল্লাহ মিঞা আততায়ীর গুলিতে শাহাদাতবরণের পর থেকে মিঞা পরিবারটি তাদের ঐশ্বর্য হারিয়ে ধীরে ধীরে সম্পদহীন হয়ে পড়ে। ফলে তাদের পক্ষে মসজিদটির প্রয়োজনীয় সংস্কার করা আর সম্ভব হয়নি। জমিদারি হাল ধরার মতো কোনো বীর পুরুষ মিঞা পরিবারে না থাকায় জমিদারি চলে যায় অন্যের হাতে এবং মিঞা পরিবার ধীরে ধীরে তাদের ঐতিহ্য হারিয়ে নিঃস্ব হয়ে যায়। আর মসজিদটি তদারকি করার জন্য কোনো দায়িত্ববান ব্যাক্তি না থাকায় দীর্ঘদিন অযত্নে-অবহেলায় থেকে প্রয়োজনীয় সংস্কারের অভাবে টালি ইট দিয়ে নির্মিত ৩০ ইঞ্চি পুরু দেয়ালের তিন গম্বুজ বিশিষ্ট এই ঐতিহাসিক মসজিদটি দু’ শতাব্দীর নীরব স্বাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে। মসজিদটির ভেতরের অংশে ফুল, ফল প্রভৃতির নকশা আঁকা আছে। মসজিদের কারুকাজ অত্যন্ত শিল্প আঙ্গিকে সম্পূর্ণ দু’শ বছর আগের নির্মিত হলেও আজো আপন শিল্প আঙ্গিকে মাথা উচুঁ করে দাড়িয়ে আছে। এ মসজিদটি স্াপত্য কীর্তির মধ্যে শ্রেষ্ঠতম। যা আজো কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এ মসজিদটি দেখতে খুবই নান্দনিক মসজিদটিতে ফুটিয়ে তোলা হয়েছে নান্দনিক, চমৎকার নকশা। সুলতানী ও মুঘল এ দুই আমলেরই স্থাপত্য রিতির সু-স্পষ্ট নিদর্শন রয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর ৫ বছর আগে মসজিদটিকে স্থাপত্য স্বীকৃতি ও রূপ দেয়ার জন্য সুপারিশ করেছে। মসজিদটিতে প্রতিদিন অসংখ্য মুসল্লি নামাজে শরিক হন। ঈদের জামাতে চড্ডা, লৎসর, বেতিয়াপাড়, শালেহপুর এবং দিশাবন্ধ গ্রামের একাংশসহ ৬টি গ্রামের মুসল্লিরা এ মসজিদ প্রাঙ্গনে শরিক হন। প্রাচীন এই মসজিদ দেশ ও জাতির ঐতিহ্য ও সাংস্কৃতিক মূল্যকে যথাযথভাবে সংরক্ষণ করে। সমাজ ও জাতীর অগ্রগতির কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে সহায়ক শক্তি হিসেবে কাজ করে। এই মসজিদ গুলো আমাদের মুসলিম উম্মাহকে গর্বিত করে অতীত ও ঐতিহ্যের প্রতি।