হোমনা (কুমিল্লা) সংবাদাতা
হোমনায় গোয়াল ঘরের বেড়া কেটে গরু চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার শ্রীমদ্দি গ্রামের মাইনুদ্দি বাড়ির গোলাম মোস্তফার গোয়াল ঘরে এ চুরি হয়।গৃহকর্তা মো. গোলাম মোস্তফা বলেন, তিনি লালন পালন করে আগামী কুরবানীর ঈদে বিক্রির উদ্দেশ্যে গত দুই সপ্তাহ আগে ৭৫ হাজার টাকা দিয়ে উপজেলার ঘাড়মোড়া বাজার থেকে একটি আবাল গরু ক্রয় করেন। এরপর থেকে তিনি গরুটিকে লালন পালন করে আসছিলেন। প্রতিদিনের মতো গত মঙ্গলবার রাতেও গরুটিকে গোয়াল ঘরে রেখে তিনি ঘুমিয়ে যান। রাত একটার পরেও তিনি গরুটিকে গোয়াল ঘরে দেখে এসেছেন। এরপর রাত দুইটার দিকে আবার গরুর ঘরে গিয়ে দেখেন গরু নাই। পরে দেখে দক্ষিণ পার্শ্বের বেড়া কাটা। এরপর রাত থেকেই তিনি গরুর খোঁজে এলাকায় বেড়িয়ে যান। অনেক খোঁজাখুজির পরও তিনি কোথাও গরুটিকে খুঁজে পাননি। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কায়েস আকন্দ বলেন, গরু চুরির বিষয়ে এখনো কোনো অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।