গাইবান্ধা প্রতিনিধি
আজ ৮ ডিসেম্বর বুধবার গাইবান্ধার সাঘাটা হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের ৪ ডিসেম্বর ফুলছড়ি থানা মুক্ত করার পর ৭ ডিসেম্বর মুক্তিনগর ইউনিয়নের বেলতলি গ্রামে মুক্তিযোদ্ধারা সমবেত হয়। সেখান থেকে ৮ ডিসেম্বর সকাল ৮টায় সাঘাটা থানা সদর বোনারপাড়ায় হানাদার পাকিস্তানি বাহিনীর উপর হামলার পরিকল্পনা করে। এ খবর পেয়ে বোনারপাড়ায় অবস্থানরত হানাদার বাহিনী এবং অবাঙালিরা একটি বিশেষ ট্রেনে করে রংপুরের উদ্দেশ্যে পালিয়ে যায়।