মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিন রাসটিলা গ্রামে গতকাল সোমবার বিকালে নিজ ঘর থেকে এক গৃহবধূকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছেন এক ইউপি সদস্য ও স্থানীয়রা । রক্তাক্ত গৃহবধূর নাম ফাতেমা বেগম তার স্বামীর নাম জুয়েল মিয়া। এ বিষয়ে ফাতেমার স্বামী জুয়েল মিয়া নিজ বাবা ও ছোট ভাইয়ের বিরুদ্ধে তার স্ত্রী ফাতেমাকে লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে বলে কমলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। স্থানীয় বাসিন্দা ও ইউপি সদস্য আব্দুল মতিনের সাথে আলাপকালে জানা যায়, দীর্ঘদিন ধরে জায়গা সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে বাবা ও ভাইয়ের সাথে বিরোধ চলে আসছিলো জুয়েল মিয়ার। সেই বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটতে পারে। তবে ঘটনার সময় কেউই ছিলেন না। তবে অভিযুক্ত বাবা আলী মিয়া ও ভাই শহিদ মিয়া জায়গা সম্পত্তির বিরোধের কথা স্বীকার করে বলেন, মারধোর ও রক্তাক্ত জখমের ঘটনাটি সম্পূর্ণ সাজানো ও মিথ্যা বনানো। এ বিষয়ে রক্তাক্ত ফাতেমা বেগম বলেন, গতকাল আমার স্বামী জুয়েল মিয়া বাড়িতে না থাকায় সেসুযোগে আমার দেবর ও শ্বশুড় অতর্কিত ভাবে ঘরে ঢুকে আমাকে মারধোর ও জিনিসপত্র ভাংচুর করে চলে যায়। এরপর স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসীরা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এ বিষয়ে কমলগঞ্জ থানার এস আই মহাদেব অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে প্র্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।