কমলগঞ্জ প্রতিনিধি
বর্ণাঢ্য আয়োজনে কমলগঞ্জে পালিত হয়েছে আদিবাসী খাসিয়া সম্প্রদায়ের বর্ষবরণ ও বর্ষবিদায় অনুষ্ঠান খাসি সেং কুটস্নেম উৎসব।
গত মঙ্গলবার দুপুরে মাগুরছড়া খাসিয়া পুঞ্জি ফুটবল মাঠে খাসি সোশ্যাল কাউন্সিলের আয়োজনে এ উৎসবের আয়োজন করা হয়। মাগুরছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান ও বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের সহ-সভাপতি জিডিসন প্রধান সুচিয়াং-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর অধ্যাপক মোঃ রফিকুর রহমান, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের চেয়ারপার্সন পিডিশন প্রধান সুচিয়াং, গ্রেটার সিলেট ইন্ডিজিনাস পিপলস ফোরাম এর জেনারেল সেক্রেটারি ও খাসি সোশ্যাল কাউন্সিল ভাইস প্রেসিডেন্ট ফিলা পতমি, আদিবাসী নেতা মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ, আদিবাসী চা ফ্রন্ট এর সভাপতি পরিমল সিং বড়াইক প্রমুখ। উৎসবস্থল লাউয়াছড়া মাঠের এক প্রান্তে বাঁশের খুঁটির উপর প্রাকৃতিক পরিবেশে নারিকেল গাছের পাতায় ছাউনি দিয়ে আলোচনা সভার মঞ্চ তৈরী করা হয়। মাঠের চারপাশে তারা তাদের নিজস্ব পণ্য সামগ্রী নিয়ে বসে দিনব্যাপী এ মেলায়। স্টলসমূহে খাসিয়া সম্প্রদায়ের প্রয়োজনীয় সামগ্রী ছাড়াও খেলনা, খাদ্য, পোশাক ও মশলা সামগ্রী স্থান পেয়েছে। অনুষ্ঠানে বৃহত্তর সিলেট বিভাগের ৮০টি খাসিয়া পুঞ্জির লোকজন অংশ নেন। উৎসবের মূল আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী খাসি পোশাক পরে মেয়েদের নাচ-গান, তৈল যুক্ত একটি বাঁশে উঠে উপরে রাখা মোবাইল ফোন গ্রহণ, দুটি পুকুরে বড়শী দিয়ে মাছ শিকার, তীর ধুনক খেলা, গুলতি চালানো, র্যাফেল ড্র ও মেলা।