পাবনা প্রতিনিধি
পাবনার সুজানগরের বিভিন্ন রুটে লাইসেন্সবিহীন ভটভটি গাড়ি অবাধে চলছে। স্যালো মেশিনের ইঞ্জিন দ্বারা তৈরী ওই গাড়ি প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার অধিকাংশ রুটে চলাচল করছে। উপজেলা মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি উজ্জ্বল হোসেন বলেন ব্যাক গিয়ারবিহীন ঝুঁকিপূর্ণ ওই ভটভটি গাড়ি মালা-মাল পরিবহণের জন্য তৈরী করা হলেও এখন অবাধে যাত্রীও পরিবহণ করছে। মাঝে মধ্যে যাত্রীবাহী ওই ভটভটি গাড়ি দূর্ঘটনা কবলিত হয়ে হতাহতের ঘটনাও ঘটছে। উপজেলার ভবানীপুর গ্রামের স্কুল শিক্ষক ইকবাল হোসেন বলেন, ভটভটি গাড়ির অধিকাংশ চালক অপ্রাপ্ত বয়স্ক। তাছাড়া গাড়ি চালানোর ব্যাপারে তাদের কোন প্রশিক্ষণও নাই। সেকারণে ঐ সকল গাড়ি যাত্রী পরিবহণের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেই সঙ্গে ঐ সকল ভটভটি গাড়ির কারণে অধিকাংশ রুটে বাস এবং মাইক্রোবাসসহ অন্যান্য যানবাহন চলাচলে প্রচুর বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বিশেষ করে পাবনা-সুজানগর প্রধান সড়কে ভটভটি গাড়ির অবাধ চলাচলের কারণে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। এতে সর্বস্তরের মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রওশন আলী বলেন ভটভটিসহ যেকোন লাইসেন্সবিহীন যানবাহন চলাচল বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।