রাজবাড়ী প্রতিনিধি
দেশের ব্যস্ততম নৌ রুট হিসেবে পরিচিত রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ফেরি পারের অপেক্ষায় রয়েছে শত শত যানবাহন। এতে প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি। অতিরিক্ত গাড়ির চাপ ও ফেরি সংকটের কারণে এ যানজট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ঘাট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অপেক্ষমান এসব যানবাহন গুলোর মধ্যে পন্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। আর এসব পন্যবাহী ট্রাকগুলোকে ফেরির নাগাল পেতে সময় লাগছে ২৪ থেকে ৪৮ ঘন্টা। ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে চালক ও সহকারীদের। গতকাল বুধবার (১৭ নভেম্বর) সকাল থেকেই দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যানবাহনের চাপ বাড়তে থাকায় গাড়ির লম্বা সিরিয়াল তৈরি হয়। এতে গোয়ালন্দ মোড় ও ঘাট এলাকায় প্রায় ৫ শতাধিক গাড়িকে আটকে থাকতে দেখা যায়। ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের ২ কিলোমিটার এলাকা এবং ঘাট থেকে সাড়ে ১৩ কিলোমিটার দূরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ীর দিকে আরও ৩ কিলোমিটার এলাকা জুড়ে পন্যবাহী ট্রাকের দীর্ঘ সারি তৈরি হয়েছে। এদিকে খোলা আকাশের নীচে দীর্ঘ সময় অপেক্ষা করে পন্যবাহী ট্রাক চালকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। আশপাশে খাবার হোটেল, গোসল, টয়লেটের ব্যবস্থা না থাকায় বিপাকে পড়তে হচ্ছে তাদের। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক জামাল হোসেন জানান, ঘাটে অতিরিক্ত গাড়ির চাপ বেড়েছে, পাশাপাশি ফেরি স্বল্পতার কারণে ঘাট এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। তবে পচনশীল পন্যবাহী ট্রাক ও দূরপাল্লার বাস অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে। বর্তমানে এই রুটে ১৬ টি ফেরি চলাচল করছে।