কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত মাধবপুর চা বাগানে মাধবপুর লেক হতে পারে অতিথি পাখিদের নিরাপদ অভয়ারণ্য। শীতের শুরুতেই এখানে কিছু সংখ্যক অতিথি পাখিদের দেখতে পাওয়া যায় তবে ভরা শীতকালে এই লেকে বেশি পরিমাণে অতিথি পাখি দেখতে পাওয়া যায়। এখানে বেশি নজরে পরে হাওর-বাওর এলাকার কয়েকপ্রকার বালিহাঁস, সাড়শ বক, সাদা বক পাখি, বিদেশি করোতোয়া এবং সামুদ্রিক কিছু পাখি। শীতের মায়াবী এই পাখিদের সাধারণত শীতের সকালে বেশি নজরে পরে এই মাধবপুর লেকে। বেলা বারার সাথে সাথে এবং আগত পর্যটকদের ভিড়ে এরা লুকিয়ে পড়ে লেকের পরিবেস্টিত উঁচু নিচু পাহাড় টিলার সবুজ পাতার নিচে। সংশ্লিষ্ট সংস্থা যদি এই মাধবপুর লেকে এই অতিথি পাখিদের নিরাপদ অভয়ারণ্য তৈরী করার ব্যবস্থা নিতে পারে তবে অবশ্যই অতিথি পাখিদের নিরাপদ আবাসস্থল হতে পারে এই মাধবপুর লেক। আগত পর্যটক ও এলাকার স্থানীয় মানুষের দাবি শীতের মায়াবী অতিথি পাখিদের নিরাপদ বসবাসের উপযোগী পরিবেশ অতি শীঘ্রই যেন এখানে তৈরি করা হয়।