বরিশাল প্রতিনিধি
মানবদেহে জিংকের প্রয়োজনীয়তা ও জিংক ধানের বীজ বিক্রেতাদের সাথে বাজারজাতকরণ শীর্ষক আলোচনা সভা সোমবার দুপুরে জেলার গৌরনদী উপজেলার সিসিডিবি’র হলরুমে অনুষ্ঠিত হয়েছে। হারভেস্ট প্লাস বাংলাদেশ এবং সিসিডিবির আয়োজনে সংস্থার সমন্বয়কারী দেবাশীষ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিএডিসি’র উপ-পরিচালক মোঃ রমিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মোসাম্মদ মরিয়ম, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মোঃ শাহাদাত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মামুনুর রহমান। সিসিডিবি’র এরিয়া ম্যানেজার ডেনিস মারান্ডীর সঞ্চালনায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন হারভেস্ট প্লাস বাংলাদেশের বিভাগীয় সমন্বয়কারী জাহিদ হোসেন, সিসিডিবি’র ফিল্ট সুপারভাইজার আইজ্যাক শিমুল হালদার প্রমুখ। সভায় গৌরনদী, আগৈলঝাড়া ও উজিরপুরের ৩০ জন বীজ বিক্রেতা অংশগ্রহণ করেন।