বরিশাল প্রতিনিধি
সারাদেশের ন্যায় বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে গতকাল রোববার এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। যথারীতি পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগে পরীক্ষার্থীরা হলে প্রবেশ করেছে। স্বাস্থ্যবিধি মেনে বিভাগের ১৭৮টি কেন্দ্রে ১ লাখ ১৫ হাজার ৭১ শিক্ষার্থী এবছর পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এরমধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ ৬৩টি কেন্দ্রে ৪০ হাজার ৪৬৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এবার তিন সাবজেক্টে পরীক্ষা হলেও অটোপাশের চেয়ে মেধার মূল্যায়ন হবে বলে জানিয়েছেন অভিভাবকরা। বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন, স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রে সকল আয়োজন করা হয়েছে। যদি কোনো শিক্ষার্থীর স্বাস্থ্য খারাপ দেখা যায় তার জন্য আইসোলেশন রুমের ব্যবস্থা করা হয়েছে।