কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামী আবু বক্কর সিদ্দিক গ্রেফতার হয়েছে। গতকাল শনিবার র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, চলতি বছরের গত ২৪ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ১২টার সময় কুষ্টিয়া সদর থানার দরবেশপুর পূর্বপাড়া গ্রামে মোঃ রাজু আহমেদ (৩২) কে তার নিজ বাড়িতে নৃশংসভাবে হত্যা করা হয়। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকান্ড ঘটে বলে জানা যায়। হত্যাকান্ডটি দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ঘটনায় নিহতের ভাই মোঃ শাহীন বাদী হয়ে কুষ্টিয়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-৩৩, তারিখ-২৫/০৯/২০২১ইং। এ ঘটনার পর হতেই র্যাব ঘটনার সাথে জড়িত আসামীদেরকে গ্রেফতারে ব্যাপক অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ১১ নভেম্বর আনুমানিক সন্ধ্যা ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে উক্ত খুনের এজাহারনামীয় পলাতক ১নং আসামী আবু বক্কর সিদ্দিক (৫২) কে ঢাকা মহানগর এলাকা হতে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত আসামীকে মামলাটির তদন্তকারী সংস্থা সিআইডির নিকট হস্তান্তর করা হয়েছে।