এস আই মল্লিক, ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রম আরো গতিশীল করতে সদর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে শুরু হয়েছে টিকা প্রদান। গতকাল সোমবার সকাল ১০টার দিকে এ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামীম কবির। এসময় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার রোগনিয়ন্ত্রণ বিভাগ ডাঃ আশিফা আশরাফী আইভী, মেডিকেল অফিসার ডাঃ সুমনা তাসনীমসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা সদর হাসপাতালের পাশাপাশি সদর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে (পুরাতন হাসপাতাল) দুইটি বুথের মাধ্যমে টিকা প্রদান করা হচ্ছে। কেন্দ্র দুইটি থেকে প্রতিদিন ছয়শত মানুষ সুরক্ষা এ্যাপে নিবন্ধনের পর মোবাইলে এসএমএস আসা সাপেক্ষে করোনার টিকা নিতে পারবেন। ২৩ আগস্ট পর্যন্ত সদর উপজেলায় ১ লক্ষ ৯৩ হাজার ৬৯৯ জন টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেছেন আর টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ৬৮ হজার ৯৫৯ জন। দ্বিতীয় ডোজ সম্পন্ন হয়েছে ২৫ হাজার ৭২৬ জনের। বাকিরা অপেক্ষায় রয়েছে এসএমএস আসা সাপেক্ষে টিকা নেওয়ার আশায়।