নিজস্ব প্রতিবেদক
এয়ার বাবল চুক্তির আওতায় কোভিড-১৯ মহামারির মধ্যে ভারতে ফ্লাইট চালুর প্রস্তাব উঠেছে। সব এয়ারলাইন্সকে ফ্লাইট চালানোর প্রস্তুতি রাখতে বলেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। শিগগিরই ফ্লাইট চালু হতে পারে। বেবিচক চেয়ারম্যান মো. মফিদুর রহমান রবিবার গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ থেকে ফ্লাইট চালুর বিষয়ে ভারত এরই মধ্যে আগ্রহ প্রকাশ করে আমাদের চিঠি দিয়েছে। আমরাও আগ্রহ প্রকাশ করে মহামারির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট পরিচালনাসহ কিছু শর্তের কথা জানিয়েছি। তারা এখনও সে বিষয়ে কিছু জানায়নি। আশা করছি, দু’দেশ শর্তসাপেক্ষে ফ্লাইট পরিচালনাসহ সার্বিক বিষয়ে একমত হলে দ্রুত বাংলাদেশ থেকে ভারতে ফ্লাইট পরিচালনা করা যাবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বেবিচক এখনও কোনো এয়ারলাইন্সকে ভারতে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়নি, এমনকি ফ্লাইট চালু কবে হচ্ছে সেটাও জানায়নি। তবে এয়ারলাইন্সগুলোকে বলা হয়েছে, তারা যেন ভারতে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিয়ে রাখে। যে এয়ারলাইন্স অনুমতি পাওয়ার আগেই ফ্লাইট শিডিউল ঘোষণা করেছে, তারা ঠিক করেনি বলেও জানান তিনি।