আন্তর্জাতিক ডেস্ক
তালেবানের দখলের পর আফগানিস্তান ছাড়ার মরিয়া চেষ্টা করছেন হাজার হাজার মানুষ। রাজধানী কাবুলের বিমানবন্দর জনসমুদ্রে পরিণত হয়েছে। একসঙ্গে বিমানে ওঠার চেষ্টা করার সময় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। একজন প্রত্যক্ষদর্শী সোমবার রয়টার্সকে বলেছিলেন যে তারা পাঁচটি মৃতদেহ বহন করতে দেখেছেন, অন্যজন বলেছেন যে কীভাবে নিহতরা মারা গেছেন তা অস্পষ্ট। ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্টও একই খবর দিয়েছে। কাবুল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব পালন করছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনারা। তাদের হাতে বিমানবন্দরের নিয়ন্ত্রণের কথা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। সোমবার সকাল পর্যন্ত দেশটিতে থাকা মার্কিন কূটনীতিকদের উদ্ধার করা সম্ভব হয়েছে বলেও জানিয়েছে বাইডেন প্রশাসন। আরব নিউজের খবরে বলা হয়েছে, মানুষের এত ভিড় হয়েছে যে নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছুঁড়েছে মার্কিন সেনারা। কাবুলের পরিস্থিতি জানিয়ে জাওয়াদ সুখানওয়ার নামের এক সাংবাদিক টুইটে লিখেছেন, ‘কাবুলের আরও একটি দিনের শুরু। কাবুল বিমানবন্দরের দিকে জনসমুদ্র!’ যেসব ভিডিও প্রকাশিত হয়েছে তাতে দেখা গিয়েছে, রানওয়েতে দাঁড়িয়ে থাকা বিমান ঘিরে রয়েছেন হাজার হাজার মানুষ। তাদের একাংশ নিজেদের মধ্যে মারপিট করে বিমানে ওঠার চেষ্টা চালাচ্ছেন। অন্য ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানে জায়গা পেতে প্রাণপণ ছুটছেন মানুষ। জনসমুদ্র সরিয়ে বিমান কীভাবে উড়বে, তা নিয়েও সংশয় তৈরি হয়েছে।