নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের লৌহজংয়ের হাড়িদিয়া গ্রামে দিনমজুর শ্রমিকদের ভাড়াকৃত জহির দেওয়ানের বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। বুধবার রাত সোয়া ১২টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। শ্রীনগরের ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসার আগেই গ্রামবাসীর ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির ও লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসাইন আগুন লাগার এক ঘন্টার মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেন। বস্তিঘরের মালিক জহির দেওয়ান জানান, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ মনির দেওয়ান, খোকন মুন্সী, লিটন ঢালী, শরিফ আমার বস্তিতে আগুন দিয়েছে। এর আগেও দুইবার আগুন দিয়েছিলো আশেপাশের লোকজন থাকাতে নিভাতে পেরেছিলাম। কিন্তু এইবার আগুনে সব শেষ হয়ে গেলো। তিনি আরও জানান, এর আগে আগুন লাগানোর ঘটনায় তাদের নামে আমি লৌহজং থানায় জিডি করেছিলাম। লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসাইন জানান, জানা যায়, ঘরের ভিতর থেকে আগুন লাগার সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকান্ডের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানিয়েছে, আগুনে তাদের ঘরে থাকা নগদ টাকা, আসবাবসহ মূল্যবান সামগ্রী পুড়ে গেছে। কাঠ ও টিনশেডের তৈরি হাড়িদিয়া গ্রামের এই বস্তিতে ৫০টি ঘরের মধ্যে ৪৬টি ঘর পুড়ে গেছে বলে জানা গেছে।