নিজস্ব প্রতিবেদক
শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে এই ঘোষণা দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। শিমুলিয়া নদীবন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল সোমবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত এই রুটে ৫২টি লঞ্চ চলাচল করেছিলো। গার্মেন্টসহ রপ্তানিমুখী শিল্প-কারখানা খোলার দ্বিতীয় দিনও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি ও লঞ্চযোগে কর্মস্থলে ফিরেছেন শত শত মানুষ। সকাল থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া নৌরুটে কর্মস্থলে ফেরাসহ নানা প্রয়োজনে বিধিনিষেধের মধ্যেও রাজধানী ঢাকামুখী লঞ্চ ও ফেরিযোগে পদ্মা নদী পার হতে দেখা গেছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শত শত মানুষকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর চাপ কমতে থাকে। শিল্প-কারখানা খোলার ঘোষণায় শ্রমিকদের কারখানায় পৌঁছাতে গত দুইদিন দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে শিমুলিয়া ঘাটে প্রচন্ড চাপ ছিল। তবে গতকাল সোমবার শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে যাত্রীচাপ কম দেখা গেছে। গত শনিবার রাত থেকে লঞ্চ চলাচল করায় ফেরিতে যাত্রীর চাপ অর্ধেকে নেমে এসেছে। দুপুর ১২টা থেকে লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় বাংলাবাজার হতে আসা ফেরিগুলোতে যাত্রীর চাপ লক্ষ্য করা গেছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মাহবুব রহমান জানান, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে আজ (সোমবার) যাত্রী ও যানবাহনের চাপ নেই। নৌরুটে ৯টি ফেরি চলাচল করছে। তিনি আরও জানান, শিমুলিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ নেই। তবে বাংলাবাজার ঘাট থেকে আসা ফেরিগুলোতে যাত্রীর কিছুটা চাপ রয়েছে। নৌরুটের লঞ্চ মালিক সমিতির সমিতির সহ-সভাপতি ইকবাল হোসেন খান জানান, ৮৭টি লঞ্চের মধ্যে ৩০টি চলাচল করছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেলে ফেরিতে যাত্রীর চাপ বাড়তে থাকে। অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে না পেরে বাড়ানো হয়েছিল লঞ্চ চলাচলের নির্ধারিত সময়।