নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ২০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলাতেই করোনা শনাক্ত হয়েছেন ১৩৯ জন। এছাড়াও টঙ্গীবাড়ীতে ৫৫ জন, সিরাজদিখানে ৮ জন, লৌহজংয়ে ২ জন, গজারিয়ায় ২ জন। নতুন ২০৬ জন নিয়ে এ পর্যন্ত মুন্সীগঞ্জ জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯ শত ৭১ জন। এর মধ্যে মারা গেছেন ৮০ জন ও সুস্থ হয়েছেন ৭ হাজার ৪ শত ৬৯ জন। গতকাল শনিবার মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য পাওয়া গেছে। জানা যায়, গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয় ৪৭৮ জনের। এ পর্যন্ত মোট ৩৭ হাজার ১৭৬টি নমুনা সংগ্রহ করে ৩৬ হাজার ৪ শত ২৭টির ফলাফল পাওয়া গেছে। করোনা শনাক্তদের মধ্যে রয়েছে মুন্সীগঞ্জ সদরে ৪ হাজার ৩ শত ৮৫ জন, টঙ্গীবাড়ীতে ৭ শত ১২ জন, সিরাজদিখানে ১ হাজার ৪ শত ৪ জন, লৌহজংয়ে ৭ শত ৬২ জন, শ্রীনগরে ১ হাজার ৮১ জন, গজারিয়ায় ৬ শত ২৭ জন। করোনায় এ পর্যন্ত মোট মারা গেছেন মুন্সীগঞ্জ সদরে ৪০ জন, টঙ্গীবাড়ীতে ১২ জন, সিরাজদিখানে ৯ জন, লৌহজংয়ে ৯ জন, শ্রীনগরে ৭ জন ও গজারিয়ায় ৩ জন।