নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের বিশেষ অভিযানে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক অতিরিক্ত দায়িত্ব মোহাম্মদ শামসুল আলম ও পরিদর্শক সাইফুল ইসলাম ভূঁইয়া বিশেষ অভিযানে মুন্সীগঞ্জের সদর উপজেলার রতনপুর, মালিরপাথর, ডিঙ্গাভাঙ্গা গোসাইবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করেন। ঘণ্টাব্যাপী এই অভিযানে তাদের কাছ থেকে হেরোইন উদ্ধার করা হয়। এসময় সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট হামিদুর রহমানের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট চলাকালে রতনপুর গ্রামের মৃত লিপ্পনের ছেলে মোঃ মাসুম (৪০)কে ৫ পুরিয়া হেরোইনসহ আটক করে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৩ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। মালিরপাথর গ্রামের মৃত হাশেম ব্যাপারীর ছেলে ছানাউল্লাহর (৫৭) কাছ থেকে ২ পুরিয়া হেরোইন ও গাঁজাসহ আটক করে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৩ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়, গোসাইবাগ গ্রামের মোঃ হোসেন ব্যাপারীর ছেলে সানি ব্যাপারীকে (৩০) ২ পুরিয়া হেরোইনসহ আটক করে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৩ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয় ও ডিঙ্গাভাঙ্গা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মোঃ জাফর ইকবাল (৪২) কে ৪ পুরিয়া হেরোইনসহ আটক করে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৩ হাজার অর্থদন্ড প্রদান করা হয়।