নিজস্ব প্রতিবেদক
গজারিয়ায় মুজিববর্ষের ঘর পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। গত শুক্রবার বিকাল ৪টায় উপজেলার বড় রায়পাড়া গ্রামে মুজিববর্ষের ঘর পরিদর্শনে আসেন তিনি। জানা যায়, অতি বৃষ্টির কারণে বড় রায়পাড়া গ্রামের নদীর পাড়ে নির্মিত ২৮টি ঘরের মধ্যে ১টি ঘর ক্ষতিগ্রস্ত হয়। এর উপর ভিত্তি করে বিভিন্ন পত্র-পত্রিকায় ক্ষতিগ্রস্থের বিষয়টি তুলে ধরা হয়। এরই প্রেক্ষিতে গত শুক্রবার পরিদর্শনে আসেন জেলা প্রশাসক। এসময় তিনি যারা ঘর পেয়েছেন তাদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। ঘরে থাকতে কোন সমস্যা হয় কিনা তিনি তাদের কাছে জানতে চান এতে তারা ঘরে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না এ রকমটা বলেন। তিনি আরো বলেন, যে ঘরটি ক্ষতিগ্রস্ত হয়েছে তা বৃষ্টিজনিত কারণে। উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী বলেন, আমরা ঘরটি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর শুনে দ্রুত মেরামত করে দিয়েছি। এখানে ২৮টি ঘরের মধ্যে ২৭টি ঘরই ভালো। একটি ঘর বৃষ্টিজনিত কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরগুলো নির্মাণকালে নদীর পাশ দিয়ে সুন্দর একটি প্রাচীর তৈরি করে দেয়া হয়েছে। প্রাচীরের পাশে মনে হবে যেন একটি মিনি কক্সবাজার। এর মনোরম দৃশ্য সবার মন কাড়ে। ঘরগুলো মনে হয় একটি ছোটখাটো রিসোর্ট। যদি লকডাউন না থাকতো এখানে অনেক দর্শনার্থী ভিড় করত। এজন্য জেলা প্রশাসক উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা ইয়াসমিন সুলতানা, গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দীন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের মধ্যে শহিদুজ্জামান জুয়েল, ইঞ্জিনিয়ার সাঈদ মোহাম্মদ লিটন, সালাউদ্দিন মাষ্টার, এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার মুন্নি সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, বালুয়াকান্দি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার মোঃ বিল্লাল হোসেন প্রধান প্রমুখ।