নাজমুল হাসান, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের কালকিনি উপজেলার বিভিন্ন স্থানে একদিনে পাগলা কুকুরের কামড়ে দুই শিশুসহ পাঁচজন আহত হয়েছে। গত সোমবার সন্ধ্যায় ওই কুকুরের কামড়ে আহত হয় গোপালপুর এলাকার পূর্ব বনগ্রামের সিদ্দিক ঘরামীর ছেলে আলি হোসেন (৪), পৌর এলাকার দক্ষিণ রাজদী গ্রামের গৌতম পালের ছেলে নয়ন পাল (৩৫), গোপালপুর এলাকার আমিরিয়া গ্রামের মাওলা বেপারির দুই বছর বয়সের ছেলে ওসমান গনি, পৌর এলাকার মিনাজদী গ্রামের আব্দুস ছালামের ছেলে নজরুল ইসলাম (৩৫) ও মো. কালু হোসেন (৫২)। আহতদের কালকিনি হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। তবে এদের মধ্যে নয়ন পালের অবস্থা বেশি খারাপ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতাল, এলাকা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব চরমভাবে বৃদ্ধি পেয়েছে। ওইসব কুকুরে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। এ বর্ষায় চতুর দিকে পানি বৃদ্ধি পাওয়ায় এবং লকডাউনে খাদ্য সংকটে পড়ে বেওয়ারিশ কুকুড়গুলো রাস্তাঘাট, হাটবাজার ও বিভিন্ন বাড়ির উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। গতকাল মঙ্গলবার সকালে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আতিকুর রহমান বলেন, যারা কুকুরের কামড়ে আহত হয়েছেন তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে বরিশাল পাঠানো হয়েছে।