চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : করোন ভাইরাস (কোভিড ১৯) বিস্তার রোধ কল্পে সারাদেশে ৭ দিনের কঠোর লক ডাউনের দ্বিতীয় দিনে গোমস্তাপুরে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। বৃহস্পতিবার উপজেলা ৮টি ইউনিয়নসহ রহনপুর পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল লক্ষ্য করা গেছে। লকডাউনে উপজেলার দোকানপাট বন্ধ ছিল। রাস্তাঘাটে যানবাহন ও জনসাধারণের চলাচল ছিল কম। লকডাউনের বিধি নিষেধ অমান্য করায় ১৫ জনকে অর্থদন্ড দেন ভ্রাম্যমান আদালত। সকাল থেকে দুপুর ৪টা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট যথাক্রমে উপজেলা নির্বাহী কর্মর্কতা মোঃ মিজানুর রহমান ১২টি মামলায় ১৬০০টাকা এবং সহকারী কমিশনার (ভুমি) শাহরিয়ার নজির ৩টি মামলায় ২৭’শ টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মিজানুর রহমান বলেন, ১ সপ্তাহের কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে মোবাইল কোর্টের পাশাপাশি ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত করে অর্থদন্ড দেয়া হচ্ছে। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে, মুখে মাস্ক পরিধান করে সকল বিধি নিষেধ মেনে চলাচলসহ বাড়ির বাইরে না বেড়ানোর আহবান করেন।