মো. মামুন, গাইবান্ধা প্রতিনিধি
লকডাউনে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খোলা রাখার কথা থাকলেও গাইবান্ধায় তা মানা হচ্ছে না। গা ঘেঁষাঘেঁষি করে চলছে কেনাকাটা। ফলে করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছে মানুষ। গতকাল রোববার সকাল থেকে জেলা শহরের স্টেশন রোডের সুপার মার্কেটগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা যায়। পৌরপার্কের সামনের ফুটপাতেও ক্রেতাদের ঠাসাঠাসি ভিড় দেখা গেছে। এসময় ক্রেতা ও বিক্রেতাদের কাউকে দেখা যায়নি স্বাস্থ্যবিধি দূরত্ব মানতে। অনেকের মুখে মাস্ক নেই। এমনকি শিশু বাচ্চাদের মুখেও নেই মাস্ক। এদিকে ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততই ক্রেতাদের ভিড় বাড়ছে গাইবান্ধার মার্কেটগুলোতে। কিন্তু সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রশাসনের তেমন কোন তৎপরতা চোখে পড়ছে না। এমনকি স্বাস্থ্যবিধি মানতে ক্রেতাদের উদ্বুদ্ধ করতে দেখা যায়নি ব্যবসায়ীদের। লকডাউন চললেও গাইবান্ধার সব ধরণের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে। আর স্বাভাবিক সময়ের মতই চলাচল করছে জনগণ। হাট-বাজার, চায়ের দোকান, রাস্তাঘাট, ব্যাংকসহ প্রতিটি স্থানেই জনসমাগম। নেই স্বাস্থ্যবিধির বালাই। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব আমলেও নিচ্ছে না জনগণ।