নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে কালের খরস্রোতায় ধলেশ্বরী নদী শুকিয়ে তার ঐতিহ্য হারাতে বসেছে। নদীটির নাব্যতা হারিয়ে যাচ্ছে। বৃষ্টি না হওয়ায় এছাড়া পানি প্রবাহ স্বাভাবিক না থাকায় এ অবস্থা হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করেন। নদীর বুকে পলি জমে উঁচু হয়েছে, দু’পাড় চেপে নদী সরু হয়ে গেছে। নদী আছে, নৌকা আছে, পানি ধীরে ধীরে কমছে। নদীতে পানি না থাকায় এ নদীকে কেন্দ্র করে গড়ে উঠা ব্যবসা বাণিজ্যের কেন্দ্রগুলো তার ঐতিহ্য হারাতে বসেছে। এদিকে ধলেশ্বরী নদীতে পলি জমে উঁচু হয়ে দু’পাড় চেপে যাওয়া জায়গায় হাটলক্ষীগঞ্জ এলাকায় শহর রক্ষা বাঁধের নিচে অস্থায়ী দোকান নির্মাণ করার পায়তারা চলছে।