নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের গজারিয়ায় ভূগর্ভস্থ (মাটির তলদেশ) পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে নলকূপ থেকে উঠছে না পর্যাপ্ত পানি। সমস্যাটি গত মাস থেকে গজারিয়ার বিভিন্ন এলাকায় লক্ষ্য করা যাচ্ছে। সরেজমিনে দেখা যায়, অনাবৃষ্টি (খরা) জনিত কারণে উদ্ভব সমস্যাটি বিগত দিন সহ এই রমজানে জনদুর্ভোগ নাভিশ্বাসে উঠেছে। চরম ভোগান্তিতে রয়েছে উপজেলার কাজীপুরা, ভবেরচর, বাউশিয়া, বালুয়াকান্দিসহ অন্যান্য পয়েন্টের প্রায় বিশ হাজার সাধারন পরিবার। পানি সংকটে থাকা উপজেলার বিভিন্ন পয়েন্টে অনুসন্ধান চালিয়ে জানা যায়, ৭০০ থেকে ৯০০ ফুট গভীরস্থ যেসব নলকূপ স্থাপন করা হয়েছে সেইসব নলকূপ থেকে পানি উঠছে না। এদিকে দেখা যাচ্ছে, স্থানীয় জলাশয়গুলোতেও রয়েছে পর্যাপ্ত পানির অভাব। গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি এলাকার বাসিন্দা বলেন, উপজেলায় এমন সংকট আজ প্রায় একমাস হলো। বৈশাখে এমন তীব্র খরা আর অনাবৃষ্টি গত প্রায় ২০ বছরের রেকর্ড ভেঙেছে। আমার বাড়ীর নলকূপটি ৯০০ ফুট গভীর অথচ নলকূপে পানি উঠছে না। ভবেরচর এলাকার আরেক বাসিন্দা মশিউর প্রধান জানায়, দীর্ঘদিনের অনাবৃষ্টিতে (প্রাকৃতিক) এবং জমিতে পানি দেয়ার স্কীমগুলির অবৈজ্ঞানিক পদ্ধতি (কৃত্রিম) ব্যবহারের ফলে এই অঞ্চলে এই সংকট তৈরি হয়েছে। এলাকার জনসাধারনের মধ্যে দেখা দিয়েছে নিরাপদ ও ব্যবহার উপযোগী পানির চরম অভাব। এ বিষয়ে সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) মোঃ বাবুল হোসেন জানান, আগের কিছু নলকূপের এ ধরনের সমস্যা দেখা দিয়েছে। বর্তমানে যেসব নলকূপ বসানো হচ্ছে সেগুলোতে এ ধরনের কোন সমস্যা নেই।