মো. মামুন, গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের অভিরামপুর গ্রামে গতকাল সোমবার ভোরে পরিত্যক্ত গভীর কূপে পড়ে গিয়ে সেখানে জমে থাকা বিষাক্ত গ্যাসের প্রভাবে দুই সহোদর ভাইয়ের মৃত্যু ও একজন আহত হয়েছে। নিহতরা হলো- হাসান আলী (৩০) ও হাবিবুর রহমান (২৫)। নিহতরা ওই গ্রামের আফতাব উদ্দিনের ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান তার স্ত্রীকে নিয়ে শৌচাগারে যায়। সেখান থেকে ফেরার পথে বাড়ির সীমানায় থাকা পরিত্যক্ত পানির ট্যাঙ্কে (গভীর কূপ) পড়ে গেলে চিৎকার দেয়। এসময় তার ভাই হাসান আলী ও প্রতিবেশি মিন্টু মিয়া তাকে উদ্ধারের জন্য এগিয়ে আসলে তারাও ওই কূপে পড়ে যায়। এসময় গোবিন্দগঞ্জের ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মিন্টু মিয়াকে আহত অবস্থায় এবং হাসান আলী ও হাবিবুর রহমানের লাশ উদ্ধার করে। পরে আহত মিন্টু মিয়াকে নিকটস্থ পলাশবাড়ী উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আরিফ হোসেন জানান, ওই কূপটি পরিত্যক্ত থাকায় বিষাক্ত গ্যাসের সৃষ্টি হওয়ায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।