মো.কামাল হোসেন, হোমনা (কুমিল্লা) সংবাদদাতা
হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামে গরু চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে গ্রামের হতদরিদ্র আবদুল লতিফ মিয়ার গোয়াল ঘর থেকে একটি বড় সাইজের গরু চুরি হয়। গরুর মালিক আবদুল লতিফ জানান, আমি মাটি কাটার কাজ করে সংসার চালাই। আসছে কোরবানির ঈদে বিক্রি করার জন্য লোকজনের কাছ থেকে ধার কর্য করে গত ৭/৮ মাস আগে দুই লাখ দশ হাজার টাকায় দু’টি গরু ক্রয় করি। গতরাত বারোটার দিকে গোয়াল ঘরে গিয়ে গরুটিকে আদর যত্ন করে ঘর তালা দিয়ে ঘুমিয়ে যাই। শেষ রাতের দিকে হঠাৎ বাইরে কিসের জন্য একটা শব্দ হলে ঘুম থেকে উঠে দেখি গোয়াল ঘরের দরজা খোলা এবং শিকলে বাঁধা দু’টি গরুর মধ্যে একটি নেই। পরে সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়েও গরুটি পাওয়া যায়নাই। এ ব্যাপারে হোমনা থানার ওসি আবুল কায়েস আকন্দ জানান, এলাকায় গরু চুরি হয়েছে এমন কোনো অভিযোগ তিনি পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবেন।