মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে জেলা ভোক্তা অধিদপ্তর কর্তৃক খাদ্য ও পণ্যের ভেজাল বিরোধী অভিযানে ২টি খাদ্যের হোটেল ও একটি চাউলের আড়ৎসহ ৩টি দোকানে অভিযান চালিয়ে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুর জেলার ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মমতাজ বেগমের নেতৃত্বে দোকানে মূল্য তালিকা না থাকার কারণে পৌরশহরের চিটাগাং গরুর গোস্ত হোটেল মালিককে ১০ হাজার টাকা, মুন্সী হোটেল মালিককে ৩ হাজার টাকা ও বলাকা মোড় এলাকার চাউলের আড়ৎসহ দোকানে অভিযান পরিচালনা করে মোট ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। র্যাব -১৩ এর কম্পানী কমান্ডার আবদুল্লাহ আল মামুন, বীরগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক ফরিদ বিন ইসলাম সহ যৌথ সমন্বয় অভিযানে অংশগ্রহণ করেন।